ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১১ টন গোলাবারুদ জমা দিয়েছে সিরীয় জঙ্গীরা

প্রকাশিত: ০৫:৫১, ২৯ আগস্ট ২০১৮

১১ টন গোলাবারুদ জমা দিয়েছে সিরীয় জঙ্গীরা

জনকণ্ঠ ডেস্ক ॥ সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গত ২৪ ঘণ্টায় জঙ্গীরা ১১ টন গোলাবারুদ জমা দিয়েছে। সোমবার সিরিয়ায় রাশিয়ান সেন্টার ফর রিকন্সিলিয়েশন অব দ্য অপজিং সাইডের প্রধান মেজর জেনারেল এ্যালেক্সি তিজানকোভ এ কথা বলেন। খবর তাস-এর। তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সক্রিয় অবৈধ সশস্ত্র সংগঠনের সাবেক সদস্যরা ২৩১টি হালকা অস্ত্র ও ১১ টন গোলাবারুদ জমা দিয়েছে।’ এই রুশ জেনারেল আরও বলেন, ইদলিবের অস্ত্রবিরতি অঞ্চলে অবৈধ সশস্ত্র সংগঠনগুলো অস্ত্রবিরতি লঙ্ঘন করেই যাচ্ছে। এ্যালেক্সি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় লাকাতিয়া প্রদেশের বারিশা, ইক্কো, কেরমেল, সাফসাফাহ্, কেলাজ এলাকা, খালিতিয়াহ্, মিরানাজ, মাকানিস আল-দুয়াইরি ও জাহর আল-জাইয়াহ্ জেলা, আলেপ্পোর নগরীর উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকণ্ঠ ও হামা প্রদেশের আবু দালি এলাকায় হামলা চালানো হয়েছে।’
×