ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফুলবাড়ি মন্দিরে অগ্নিসংযোগ মামলার আসামিদের গ্রেফতার দাবি

প্রকাশিত: ০৫:৫০, ২৯ আগস্ট ২০১৮

ফুলবাড়ি মন্দিরে অগ্নিসংযোগ মামলার আসামিদের গ্রেফতার দাবি

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ফুলবাড়িতে একটি মন্দিরে অগ্নিসংযোগের ঘটনার মামলায় আসামিদের গ্রেফতার করা হচ্ছে না। ভুয়া দলিল বাতিল, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি করেছেন মন্দিরের পুরোহিত নারায়ণ চক্রবর্তী। মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন ফুলবাড়ি উপজেলার পূর্ব বাজিতপুর (আদর্শ গ্রামের) শ্রী শ্রী দুর্গা মন্দিরের পুরোহিত শ্রী নারায়ণ চক্রবর্তীসহ উপস্থিত অন্যরা। লিখিত বক্তব্যে তিনি বলেন, উল্লেখিত গ্রামের ১নং খাস খতিয়ানভুক্ত ২১০ নং দাগের ৮ দশমিক ৫০ একর জমি ৩২জন নাগরিককে প্রদান করা হয়। এরমধ্যে ৯টি হিন্দু পরিবারও রয়েছে। তারা জানান, সরকারীভাবে বরাদ্দ দেয়ার সময় ৩২জনের মধ্যে শুধুমাত্র ৪জনকে বাড়িসহ ৭০ শতাংশ জমি দেয়া হয়েছে আর অন্যদের মাঝে ৮ শতাংশ করে জমি কবুলিয়ত মূলে প্রদান করা হয়েছে। এছাড়াও সামাজিক বসবাসের জন্য ঈদগাহ মাঠের জন্যে ৫০ শতাংশ, কমিউনিটি সেন্টারসহ মসজিদের জন্যে ৫০ শতাংশ এবং প্রাইমারী স্কুল ৩৩ শতাংশ, মন্দির ১৫ শতাংশ এবং ভূমি অফিসের জন্য ৫০ শতাংশ জমির দখল দেয়া আছে। এছাড়া এক একর জমির পুকুর পাড় রয়েছে। তিনি জানান, ভূমিদস্যু মজিবর-গাফ্ফার গং জমির জন্যেই মন্দিরে আগুন লাগিয়েছে এবং ৭নং শিবনগর ইউনিয়ন ভূমি তহসিলদার মোঃ আব্দুল মোতালেব ও ফুলবাড়ি থানার এসি ল্যান্ড যোগসাজশে মজিবরের দুই পুত্র মোঃ মিজু এবং মোঃ ফিজুর নামে ২টি কবুলিয়ত দলিল তৈরি করে দেয়। যে কারণে মন্দিরে আগুন লাগানোর ৫/৬দিন পূর্বে ফুলবাড়ি থানার এসি ল্যান্ড এলাকায় গিয়ে মজিবরকে জমির দখল দেয়ার জন্যে এলাকাবাসীর প্রতি চাপ দিয়ে এসেছেন।
×