ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাস থেকে ফেলে যুবক হত্যা ॥ পরিবারে মাতম

প্রকাশিত: ০৫:৪৭, ২৯ আগস্ট ২০১৮

বাস থেকে ফেলে যুবক হত্যা ॥ পরিবারে মাতম

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর সিটিগেটসংলগ্ন কালিরহাট এলাকায় বাস থেকে ধাক্কা দিয়ে চাকায় পিষ্ট করে রেজাউল করিম রনি (২৮) নামের এক যুবককে হত্যার পর সেই পরিবারের সদস্যদের মধ্যে চলছে মাতম। তবে এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কোন মামলা হয়নি। বাসটি আটক হলেও চালক ও সহকারী পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের তৎপরতা চালাচ্ছে পুলিশ। সিএমপির আকবর শাহ থানার পরিদর্শক উৎপল বড়ুয়া জানান, মঙ্গলবার সন্ধ্যার পর রেজাউল করিম রনির জানাজা সম্পন্ন হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, শীঘ্রই তারা এ বিষয়ে চালক ও সহকারীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করবেন। এরপর আইনী প্রক্রিয়া শুরু হবে। তবে এর মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের লক্ষ্যে সম্ভাব্য সকল স্থানে অভিযান চলছে। দুর্ঘটনার জন্য দায়ী বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। গত সোমবার বিকেল ৩টার দিকে কালিরহাট এলাকায় লুসাই পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হন রেজাউল করিম রনি। ওই বাসের যাত্রীদের অভিযোগ, ভাড়া নিয়ে বিত-ার একপর্যায়ে বাসের সহকারী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর পেছনের চাকায় পিষে মারা যান রনি। নিহত রনি আমেরিকা প্রবাসী অলিউল্লাহর পুত্র। তাদের বাড়িও ওই এলাকায়। কিছুদিন পর রনিরও যুক্তরাজ্যে চলে যাওয়ার কথা ছিল। তার দেড় বছর বয়সের এক কন্যা সন্তান রয়েছে। রেজাউল করিম রনির পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে আকবর শাহ থানা পুলিশ জানায়, পারিবারিক কাজে তিনি সীতাকু-ের কুমিরায় গিয়েছিলেন। লুসাই পরিবহনের একটি বাসে তিনি বাড়ি ফিরছিলেন। বাসের মধ্যে তার সঙ্গে সহকারীর ঝগড়া হয়। এর জের ধরেই ঘটনা ধাক্কাধাক্কি পর্যন্ত গড়ায়। এদিকে, চট্টগ্রাম মেট্রোপলিটন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন জানান, লুসাই পরিবহনের প্রায় ৩শ’টি বাস রয়েছে, যেগুলো নগরীর বিভিন্ন রুটে চলাচল করছে। কিন্তু এই পরিবহন কোম্পানিটি মালিক সমিতির তালিকাভুক্ত নয়। অনৈতিকভাবে সংশ্লিষ্টদের ম্যানেজ করে বাসগুলো চলছে বছরের পর বছর।
×