ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হকিতে পাকিদের কাছে হেরে গ্রুপে তৃতীয় বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৪৬, ২৯ আগস্ট ২০১৮

হকিতে পাকিদের কাছে হেরে গ্রুপে তৃতীয় বাংলাদেশ

জাহিদুল আলম জয় ॥ কাজটা কঠিন ছিল। প্রতিপক্ষ আসরের অন্যতম হট ফেবারিট পাকিস্তান। তাদের হারাতে পারলে এশিয়ান গেমস হকির সেমিফাইনালে খেলার জোরালো সম্ভাবনা ছিল বাংলাদেশের। কিন্তু সেটা হয়নি। মঙ্গলবার পুল ‘বি’তে নিজেদের শেষ ম্যাচে পাকিদের কাছে ০-৫ গোলে হেরেছে লাল-সবুজের দেশ। ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বাং কারনো স্পোর্টস কমপ্লেক্সে এই হারে পদকের আশাও শেষ হয়েছে বাংলাদেশের। তবে গ্রুপে পাঁচ ম্যাচ খেলে তিন জয়ে ৯ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়েছেন আশরাফুল, জিমি, চয়নরা। এর ফলে পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলার সুযোগ হয়েছে। শনিবার স্থান নির্ধারণী এই ম্যাচে জাপান অথবা দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। এখন পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের সেরা অর্জন ষষ্ঠ হওয়া। এবার এই স্থান ধরে রাখা নিশ্চিত হয়েছে। এখন পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ জিততে পারলে নিজেদের গেমস ইতিহাসের সেরা সাফল্য পাবে বাংলাদেশ। ষষ্ঠ স্থান নিশ্চিত হওয়ায় ইতোমধ্যে বাংলাদেশের আগামী এশিয়ান গেমস, এশিয়া কাপ ও এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরাসরি খেলা নিশ্চিত হয়েছে। শক্তিশালী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই তেমন প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। প্রথম মিনিটেই ফিল্ড গোলে দলকে এগিয়ে দেন মোহাম্মদ আতিক। এরপর নবম মিনিটে পেনাল্টি কর্নার থেকে পাকিদের ব্যবধার দ্বিগুণ করেন মোবাশের আলী। দ্বিতীয় কোয়ার্টারে এসে একটা সময় পর্যন্ত পাকিস্তানকে আটকে রাখলেও শেষ পর্যন্ত আর রক্ষা হয়নি। পেনাল্টি কর্নার আদায় করে ২৫ মিনিটে ঠিকই নিজেদের তৃতীয় গোল আদায় করে নেয় পাকিস্তান। এবারও গোলদাতা মোবাশের। তৃতীয় কোয়ার্টারে এসেও গোল থামানো যায়নি পাকিস্তানের। এই অর্ধে ৩৬ মিনিটে গোল করেন আলি শান। চতুর্থ কোয়ার্টারে সেই ধারা বজায় রেখে পেনাল্টি কর্নার থেকে পাকিস্তানের বড় জয় নিশ্চিত করেন পেনাল্টি স্পেশালিস্ট মোহাম্মদ আতিক।
×