ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মন্দিরে অগ্নিসংযোগ মামলার আসামি গ্রেফতার দাবি

প্রকাশিত: ০৫:৩৩, ২৯ আগস্ট ২০১৮

মন্দিরে অগ্নিসংযোগ মামলার আসামি গ্রেফতার দাবি

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ফুলবাড়িতে একটি মন্দিরে অগ্নিসংযোগের ঘটনার মামলায় আসামিদের গ্রেফতার করা হচ্ছে না। ভুয়া দলিল বাতিল, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি করেছেন মন্দিরের পুরোহিত নারায়ণ চক্রবর্তী। মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন ফুলবাড়ি উপজেলার পূর্ব বাজিতপুর (আদর্শ গ্রামের) শ্রী শ্রী দুর্গা মন্দিরের পুরোহিত শ্রী নারায়ণ চক্রবর্তীসহ উপস্থিত অন্যরা। লিখিত বক্তব্যে তিনি বলেন, উল্লেখিত গ্রামের ১নং খাস খতিয়ানভুক্ত ২১০ নং দাগের ৮ দশমিক ৫০ একর জমি ৩২জন নাগরিককে প্রদান করা হয়। এরমধ্যে ৯টি হিন্দু পরিবারও রয়েছে। তারা জানান, সরকারীভাবে বরাদ্দ দেয়ার সময় ৩২জনের মধ্যে শুধুমাত্র ৪জনকে বাড়িসহ ৭০ শতাংশ জমি দেয়া হয়েছে আর অন্যদের মাঝে ৮ শতাংশ করে জমি কবুলিয়ত মূলে প্রদান করা হয়েছে। এছাড়াও সামাজিক বসবাসের জন্য ঈদগাহ মাঠের জন্যে ৫০ শতাংশ, কমিউনিটি সেন্টারসহ মসজিদের জন্যে ৫০ শতাংশ এবং প্রাইমারী স্কুল ৩৩ শতাংশ, মন্দির ১৫ শতাংশ এবং ভূমি অফিসের জন্য ৫০ শতাংশ জমির দখল দেয়া আছে।
×