ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বরাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকদের স্মারকলিপি

প্রকাশিত: ০৫:২৯, ২৯ আগস্ট ২০১৮

স্বরাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকদের স্মারকলিপি

বিশেষ প্রতিনিধি ॥ শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতারসহ তিনটি দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন সাংবাদিক নেতারা। মঙ্গলবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীসহ অন্য সাংবাদিক নেতারা সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দফতরে গিয়ে এই স্মারকলিপি দেন। তবে মন্ত্রী বিদেশে থাকায় তার দফতরের প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন স্মারকলিপি গ্রহণ করেন। স্মারকলিপিতে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলা হয়, এ ক্ষেত্রে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত-প্রকাশিত ছবি/ফুটেজ দেখে দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে হবে। অবিলম্বে সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকান্ডের বিচার সম্পন্ন করতে হবে। যখন-তখন প্রকৃত পেশাদার সাংবাদিকদের ওপর পুলিশী নির্যাতন বন্ধ করতে হবে। বিএনপি-জামায়াত আমলসহ বিভিন্ন সময়ে দেশব্যাপী নিহত সাংবাদিকদের বিচার দ্রুত শেষ করতে হবে বলেও স্মারকলিপিতে দাবি জানানো হয়। স্মারকলিপি দেয়ার আগে সাংবাদিকরা জাতীয় প্রেসক্লাব চত্বরে সমাবেশ করেন। এরপর তারা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে এগিয়ে যেতে থাকেন। পরে সচিবালয়ে দক্ষিণ-পশ্চিম দিকের গেটের সামনে (বিদ্যুত ভবনের দিকে) সংক্ষিপ্ত সমাবেশ হয়। সেখানে বিএফইউজের সভাপতি মোল্লা জালাল আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে সাংবাদিকদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করা না হলে ৫ সেপ্টেম্বর প্রেসক্লাবে অনশন করার ঘোষণা দেন। পরে নেতৃবৃন্দ স্মারকলিপি দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান।
×