ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আড়াই কোটি টাকায় নিলাম হতে পারে এ্যাপল ১

প্রকাশিত: ০৫:২৮, ২৯ আগস্ট ২০১৮

আড়াই কোটি টাকায় নিলাম হতে পারে এ্যাপল ১

নিলামে উঠেছে কম্পিউটারের ইতিহাসের অন্যতম পুরনো ডিভাইস অ্যাপল ১। ট্রিলিয়ন ডলার কোম্পানি হিসেবে খ্যাত এ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জসব ও স্টিভ ওজনিয়াক এটি নিজ হাতে ডিজাইন করে তৈরি করেছিলেন। ১৯৭৬ সালে এ্যাপল ১ প্রথম বাজারে আসে। সে সময় মাত্র ২০০টি এ্যাপল ১ তৈরি করা হয় যার মধ্যে একটি কম্পিউটার আগামী মাসে নিলামে উঠতে যাচ্ছে। তখন ডিভাইসটির মূল্য ছিল ৬০০ মার্কিন ডলার। ধারণা করা হচ্ছে, নিলামে ডিভাইসটি দর ৩ লাখ মার্কিন ডলার থেকে শুরু হবে। যা বাংলাদেশী টাকায় আড়াই কোটি। আর এ দামে বিক্রি হলে এটিই হবে সবচেয়ে বেশি দামে কোন প্রযুক্তিপণ্য বিক্রির হবার ঘটনা। -অর্থনৈতিক রিপোর্টার চালকবিহীন গাড়ির জন্য ৫০ কোটি ডলারের বিনিয়োগ মার্কিন এ্যাপভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবারে বড় ধরনের বিনিয়োগ করতে যাচ্ছে বিশ্বখ্যাত জাপানী গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা। আপাতত এই বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ কোটি ডলার বলে জানা গেছে। এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মাঝে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×