ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে সূচকের উত্থান বাড়ল লেনদেন

প্রকাশিত: ০৫:২৩, ২৯ আগস্ট ২০১৮

শেয়ারবাজারে সূচকের উত্থান বাড়ল লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি সপ্তাহে তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের উত্থানে শেষ হয়েছে উভয় শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। টাকার পরিমাণে লেনদেনও আগের দিন থেকে বেড়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, মঙ্গলবার ব্যাংকের দরবৃদ্ধিও ওপর ভর করে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬১৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরীয়াহ সূচক ২ ও ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৭৫ ও ১ হাজার ৯৭৪ পয়েন্টে। এই ডিএসইতে ৬১১ কোটি ৭১ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৫৩২ কোটি টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৭৯ কোটি টাকা। এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৩টি কোম্পানির মধ্যে ১৩৭টি বা ৪১.১৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৪৮টি বা ৪৪.৪৪ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি বা ১৪.৪১ শতাংশ কোম্পানির। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশনের। এদিন কোম্পানির ৪৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল হাউজিংয়ের ১৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে আইপিডিসি। লেনদেনে এরপর রয়েছে-ব্র্যাক ব্যাংক, লঙ্কাবাংলা, আইএলএফএসএল, বিবিএস কেবলস, ইফাদ অটোস, সিটি ব্যাংক এবং একটিভ ফাইন। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : আইপিডিসি, আরডি ফুড, ইনটেক, আইটিসি, নর্দান জুট, আরএসআরএম স্টিল, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, পাওয়ার গ্রিড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ও এইচআর টেক্সটাইল। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : প্রগতি লাইফ, ইমাম বাটন, সাউথ ইস্ট মিউচুয়াল ফান্ড মুন্নু সিরামিক, সিএপিএম মিউচুয়াল ফান্ড, স্ট্যান্ডার্ড সিরামিক, লিব্রা ইনফিউশন, পদ্মা লাইফ ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ। এ দিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩২৯ পয়েন্টে। বাজারটিতে ৬১ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৫৩টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ন্যাশনাল হাউজিং, এবি ব্যাংক, আরডি ফুড, বেক্সিমকো, আইপিডিসি, লঙ্কাবাংলা ফাইন্যান্স, শাশা ডেনিম, বিডি ফাইন্যান্স ও সাইফ পাওয়ারটেক।
×