ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গণকবরের খোঁজ

প্রকাশিত: ০৫:২৩, ২৯ আগস্ট ২০১৮

গণকবরের খোঁজ

শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমের শহর মান্নারে নতুন একটি গণকবর খুঁজে পাওয়া গেছে। সেখান থেকে ৯০টির বেশি মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। যে স্থানে গণকবরটি খুঁজে পাওয়া যায় সেখানে আগে একটি পাইকারি পণ্য রাখার গুদাম ছিল। যে কয়টি কঙ্কাল উদ্ধার করা হয়েছে তার অন্তত ছয়টি শিশুর। কারা এ হত্যাকা-ের জন্য দায়ী, কারা হত্যাকা-ের শিকার বা কবে এ হত্যাকা- হয়েছে তার কিছুই নিশ্চিত হওয়া যায়নি। -বিবিসি উড়ন্ত কার আগামী দশকেই জাপানে চলবে উড়ন্ত কার। সেজন্য দেশটির একটি সরকারী-বেসরকারী যৌথ উদ্যোগের সঙ্গে মিলে কাজ করছে যুক্তরাষ্ট্রভিত্তিক উবার টেকনোলজিস ইনকর্পোরেশন ও ফ্রান্সভিত্তিক ইউরোপিয়ান প্রতিষ্ঠান এয়ারবাস। উড়ন্ত কারের জন্য আকাশপথের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও কাজ শুরু হচ্ছে শীঘ্রই। উড়ন্ত কার বাজারে এলে বড় বড় শহরগুলোতে তীব্র জ্যাম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। সংশ্লিষ্টরা বলছেন, ভাবনার চেয়েও উড়ন্ত কার এখন বাস্তবের খুব কাছাকাছি।-ওয়েবসাইট
×