ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পার্লামেন্ট সদস্য পদও ছাড়ছেন সাবেক প্রধানমন্ত্রী টার্নবুল

প্রকাশিত: ০৫:২২, ২৯ আগস্ট ২০১৮

পার্লামেন্ট সদস্য পদও ছাড়ছেন সাবেক প্রধানমন্ত্রী টার্নবুল

নিজ দলের ভেতরে বিদ্রোহে প্রধানমন্ত্রীর পদ হারানোর পর পার্লামেন্টের সদস্য পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। অস্ট্রেলীয় গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে বিবিসি জানিয়েছে, আগামী শুক্রবার পার্লামেন্ট থেকে সরে যাবেন বলে জানিয়েছেন তিনি। গত শুক্রবার অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতৃত্ব নির্বাচনের ভোটাভুটিতে ত্রিমুখী লড়াইয়ে টার্নবুলের রাজনৈতিক সহযোগী স্কট মরিসন নতুন নেতা নির্বাচিত হন। লিবারেল পার্টির নেতা হিসেবে মরিসন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হন। সম্প্রতি উপ-নির্বাচনগুলোতে দলের বাজে ফল এবং দলের ভেতরে রক্ষণশীল অংশের বিদ্রোহে কয়েকটি দিন প্রবল চাপ আর চ্যালেঞ্জের মুখে পড়েন টার্নবুল। টার্নবুলের ছেড়ে দেয়া সিডনির আসনে উপ-নির্বাচনের মোকাবেলা করতে হবে লিবারেল পার্টি নেতৃত্বাধীন নতুন সরকারকে, আর তাতে পার্লামেন্টে লিবারেল পার্টির এক আসনের সংখ্যাগরিষ্ঠতা ঝুঁকির মুখে পড়তে পারে। ইরানে যাচ্ছেন রুশ ও তুর্কী প্রেসিডেন্ট সিরিয়া নিয়ে বৈঠক সিরিয়া ইস্যুতে বৈঠক করতে ইরানে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøøাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। সিরিয়া সঙ্কট সমাধানের উপায় খুঁজে বের করার জন্য ইরানের প্রেসিডেন্টসহ তিন নেতার মধ্যে আগামী ৭ সেপ্টেম্বর ইরানে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরে এ বৈঠক হবে। এর আগে তিন প্রেসিডেন্ট রাশিয়ার সোচি শহরে এবং তুরস্কের রাজধানী আঙ্কারায় বৈঠক করেছেন। এসব বৈঠক থেকে তিন প্রেসিডেন্ট সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়ে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া, সিরিয়ায় টেকসই যুদ্ধবিরতি কার্যকর করার বিষয়েও তিন নেতা অঙ্গীকার ব্যক্ত করেন। -ইয়াহু নিউজ
×