ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অর্থনৈতিক সঙ্কট ॥ রুহানিকে পার্লামেন্টে তলব

প্রকাশিত: ০৫:২২, ২৯ আগস্ট ২০১৮

অর্থনৈতিক সঙ্কট ॥ রুহানিকে পার্লামেন্টে তলব

তেহরানের বিরুদ্ধে নতুন করে পূর্ববর্তী মার্কিন নিষেধাজ্ঞাগুলো আরোপ করার ধাক্কা ইরান সামলে উঠবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের যে কোন চক্রান্ত তার সরকার ব্যর্থ করে দেবে বলে মঙ্গলবার ইরানী পার্লামেন্টের এক অধিবেশনে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। খবর ইয়াহু নিউজের। ইরানের দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বাড়তে থাকা বেকারত্বের বিষয়ে জবাবদিহি করার জন্য ওইদিন প্রথমবারের মতো রুহানিকে ডেকে পাঠিয়েছিল পার্লামেন্ট। পার্লামেন্টে দেয়া বক্তব্যে রুহানি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকেই সমস্যাগুলো দেখা দিয়েছে। কয়েক বছর আগে ইরানের পারমাণবিক কর্মসূচী সীমিত করার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো তুলে নেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রসহ ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের একটি চুক্তি হয়েছিল। ওই চুক্তি কার্যকর হওয়ার পর ইরান পারমাণবিক কর্মসূচী সীমিত করেছিল, আর যুক্তরাষ্ট্রসহ বিশ্বশক্তিগুলো তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো তুলে নিয়েছিল। কিন্তু ওই চুক্তির বিরোধী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের মে-তে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। আগস্টে ইরানের সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু রফতানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইরানের গাড়ি শিল্প ও মার্কিন ডলার কেনার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। নবেম্বরে ইরানের তেল রফতানির ওপরও নতুন আরেকটি মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হবে।
×