ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৮:০৬, ২৮ আগস্ট ২০১৮

নবম-দশম শ্রেণির পড়াশোনা

বিষয় ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ) সিনিয়র শিক্ষক বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলা, ঢাকা (পূর্ব প্রকাশের পর) ৩২. প্রোগ্রামিং এর ধারণা প্রথম প্রবর্তন করেন কে? ক. চার্লস ব্যাবেজ খ. ম্যাক্সওয়েল গ. অ্যাডা লাভলেস ঘ. স্টিভ জবস ৩৩. অ্যাডা লাভলেস কত সালে জন্মগ্রহণ করেন? ক. ১৮১৫ খ. ১৮২৫ গ. ১৮২৬ ঘ. ১৮৩৬ ৩৪. অ্যাডা লাভলেস কখন মৃত্যুবরণ করেন? ক. ২০ ডিসেম্বর, ১৮২৫ খ. ১৭ নভেম্বর, ১৮৫২ গ. ২৭ নভেম্বর, ১৮৫২ ঘ. ২০ নভেম্বর, ১৮৫৫ ৩৫. অ্যাডা লাভলেসের বাবা ছিলেন? ক. লর্ড কার্জন খ. লর্ড রিপন গ. লর্ড মিল্টন ঘ. লর্ড বায়রন ৩৬. কার কারণে অ্যাডা ছোটবেলা থেকে বিজ্ঞান ও গণিতে আগ্রহী হয়ে ওঠেন? ক. বাবা খ. মা গ. শিক্ষক ঘ.দাদা ৩৭. চার্লস ব্যাবেজের সাথে অ্যাডার পরিচয় হয়? ক. ১৮২২ সালে খ. ১৮২৫ সালে গ. ১৮৩৩ সালে ঘ. ১৮৪৩ সালে ৩৮. প্রোগ্রামিং দারণার প্রবর্তক কে? ক. চার্লস ব্যাবেজ খ. অ্যাডা লাভলেস গ. টমলিনসন ঘ. ম্যাক্সওয়েল ৩৯. চার্লস ব্যঅবেজ তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্যে দেন কোন বিশ্ববিদ্যালয়ে? ক. হার্ভাড খ. লন্ডন গ. তুরিন ঘ. আল আজহার ৪০. ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যঅলয়ে ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন কত সালে? ক. ১৭৪২ খ. ১৭৮২ গ. ১৮৪২ ঘ. ১৮৮২ সঠিক উত্তর ঃ ৩২.গ ৩৩.ক ৩৪.গ ৩৫.ঘ ৩৬.খ ৩৭.গ ৩৮.খ ৩৯.গ ৪০.গ
×