ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘সিংহাসন’ শর্টফিল্মে তুহিন

প্রকাশিত: ০৭:৪১, ২৮ আগস্ট ২০১৮

‘সিংহাসন’ শর্টফিল্মে তুহিন

স্টাফ রিপোর্টার ॥ ঈদ-উল-আজহায় দেবরাজ প্রডাকশনের ‘সিংহাসন’ শিরোনামে একটি শর্টফিল্ম মুক্তি পেয়েছে। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন হাজী তুহিন। পরিচালনায় পলাশ খান। হাজী তুহিন ছোট বেলা থেকেই শিল্প, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে ছিল তার নাড়ির টান। বয়াতিদের পালাগান, বাউল গান, লালন-হাছন-রাধারমনের গান শুনতেন। স্কুলে স্বরচিত কবিতা আবৃত্তি করতেন। শিক্ষকরা তার প্রশংসা করতেন। বয়স বাড়ার পর পেশাগত ব্যস্ততার মাঝেও সংস্কৃতিতে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পনেরো আগস্টের বিয়োগান্তক ঘটনার ওপর নির্মিত ‘রক্তের ঋণ’ শিরোনামের গানটি তৈরিতে সংশ্লিষ্টদের উৎসাহিত করেছেন। সংস্কৃতি অঙ্গনে নানা কাজে ব্যস্ত রয়েছেন তিনি।
×