ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈদে গানের ভিডিও দর্শক বাড়ছে!

প্রকাশিত: ০৭:৩৮, ২৮ আগস্ট ২০১৮

ঈদে গানের ভিডিও দর্শক বাড়ছে!

গৌতম পাণ্ডে ॥ ধীরে ধীরে গান শোনার সংস্কৃতি থেকে বেরিয়ে আসছে শ্রোতা। গান এখন শোনার চেয়ে দেখার বিষয়টিকে গুরুত্ব দেয়া হচ্ছে বেশি। ক্যাসেটের ফিতা কিংবা সিডি-ডিভিডি পেরিয়ে গান প্রকাশ হচ্ছে ইউটিউবে, বিভিন্ন ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মে। সেই সঙ্গে জনপ্রিয় হচ্ছে মিউজিক ভিডিও। গান জনপ্রিয় করার জন্য শিল্পীরা এখন বিগ বাজেটের মিউজিক ভিডিওর দিকে ঝুঁকছেন। এবার ঈদের গানের বাজার ছিল ভিডিও নির্ভর। গত দু’বছরের মতো এবারও অডিওর সঙ্গে সঙ্গে মিউজিক ভিডিওর আধিক্য লক্ষ্য করা গেছে। যদিও সংখ্যার তুলনায় খুব বেশি গান এবার প্রকাশ হয়নি। একটা সময় ২০ থেকে ২৫ জন শিল্পীর একক, মিশ্র ও দ্বৈত এ্যালবাম প্রকাশ হতো। কোন কোন সময় শিল্পীর সংখ্যা হতো আরও বেশি। এক এ্যালবামে ঠাঁই পেত ১০ থেকে ১২টি গান। আর এখন সিঙ্গেলের এই যুগে একটি উৎসবে বেশিরভাগ প্রযোজনা প্রতিষ্ঠান ১০ থেকে ১২টির বেশি গান প্রকাশ করছে না। আগে অডিওর প্রাধান্য বেশি ছিল। এখন দখল করেছে মিউজিক ভিডিও। এবার ঈদে সিনিয়র শিল্পী ও নতুন প্রজন্মের শিল্পীদের মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। এসব গানের অবস্থা গতানুগতিক। গানের বাজার খুব বেশি আশাব্যঞ্জক নয়। বলা যায়, কিছুটা ঢিমেতেতালা। এবার সিনিয়র শিল্পীদের মধ্যে অনেক দিন পর প্রকাশ হয়েছে তপন চৌধুরীর গান ‘এই তো বেশ আছি’। লেজারভিশন থেকে প্রকাশ হওয়া গানটিতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের গায়িকা স্বরলিপি। আরেক স্বনামধন্য শিল্পী কুমার বিশ্বজিতের নতুন গান ভিডিওসহ প্রকাশ করেছে সিডি চয়েস। অটমনাল মুনের সুরে ‘বৃষ্টি এলেই আসো তুমি’ শিরোনামের এ গানের ভিডিও প্রশংসিত হয়েছে। এটি নির্মাণ করেছেন সৈকত নাসির। জি-সিরিজের ব্যানারে প্রকাশ হয়েছে চন্দনা মজুমদারের ‘মাটির মানুষ’। প্রকাশ হয়েছে এসডি রুবেলের গান ‘ভাল লাগে ভোরের হাওয়া’। এর বাইরে জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর একাধিক চমক নিয়ে ছিলেন এবার ঈদে। প্রতিটি গানের ভিডিওতে ভিন্ন ভিন্ন লুকে দর্শকদের সামনে হাজির হয়েছেন তিনি। বিশেষ করে আসিফ ও আঁখির ‘ওরে পাখি’ গানটি বেশ শ্রোতাপ্রিয় হয়েছে। আরটিভি মিউজিক থেকে প্রকাশিত এ গানটির সুর ও সঙ্গীত করেছেন জুয়েল মোর্শেদ। আর এতে অভিনয় করেছেন শিল্পীরাই। এর ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। নিউভিশন বিডি প্রকাশ করেছে আসিফের ‘ও কন্যা তোমারে’। এখানে আসিফের মডেল ছিলেন শিরিন শিলা। সঙ্গীতা প্রকাশ করেছে আসিফ-সালমার দ্বৈত গানের ভিডিও ‘আই এম ইন লাভ’। এছাড়া আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে আসিফের ভিন্নধর্মী গান ‘সদরঘাটের পান’ প্রশংসিত হয়েছে। গানচিলের ব্যানারে প্রকাশ হয়েছে চলতি সময়ের জনপ্রিয় শিল্পী ইমরানের নতুন গানের ভিডিও ‘আমার এ মন’। ভারতের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত এ গানে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন তানজিন তিশা। একই ব্যানার থেকে প্রতীক হাসান ও প্রীতম হাসানের নতুন গানের ভিডিও ‘গার্লফ্রেন্ডের বিয়া’ প্রকাশ হয়েছে। আরেক জনপ্রিয় শিল্পী-সুরকার কাজী শুভর বেশ কিছু গান প্রকাশ হয়েছে। এর মধ্যে ছিল ‘দেখলে বাঁচি নইলে মরি’, ‘দুনিয়া’ ও বৃষ্টির সঙ্গে দ্বৈত গান ‘সঙ্গী করে নাও’সহ আরও কিছু গান। সঙ্গীতা প্রকাশ করেছে ঝিলিকের ‘কিছুটা কুয়াশা’, শাওন গানওয়ালার ‘নজর লেগে যাবে’, কনার ‘মেঘ গেলো’সহ কিছু গান। ঈগল মিউজিক বরাবরের মতো প্রকাশ করেছে বেশ কিছু নতুন শিল্পীর গান। ‘অপরাধী’ খ্যাত আরমান আলিফের কয়েকটি গান প্রকাশ হয়েছে ঈদে। এর মধ্যে সিএমভি থেকে ‘বেঈমান’, সাউন্ডটেক থেকে ‘গৃহবন্দী’ ও জি-সিরিজ থেকে প্রকাশ হয়েছে তার ‘নেশা’ শীর্ষক গান। এর বাইরে এফ এ সুমন, মিনার, তানজিব সারোয়ার, আপন আহসান, প্রতীক হাসান, লিজা, বিউটি মিলন, অয়ন চাকলাদার, টুম্পা খানসহ প্রকাশ হয়েছে কয়েকজন শিল্পীর গান। তবে এসব গান থেকে ঈদ উৎসবের আমেজ খুঁজে পেতে শ্রোতাদের কষ্ট হয়েছে। কারণ হৃদয়ে দোলা দেয় এমন গান এবার খুবই কম প্রকাশ হয়েছে। অনলাইন ভিউয়ারের পেছনে ছুটতে গিয়ে এখন আর কালজয়ী কোন গান তৈরি হচ্ছে না। বেশিরভাগ গান নির্দিষ্ট সময়ের পরে হারিয়ে যাচ্ছে। অনলাইনে গানের বাজার বিস্মৃত হয়েছে, সেই সঙ্গে গানের মান কমেছে বলেও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। সময়কে অতিক্রম করে মহাকালের স্রোতে টিকে থাকবে এমন গানই বাংলা গানকে সমৃদ্ধ করবে বলে মনে করেন সঙ্গীত সংশ্লিষ্টরা। তরুণ প্রজন্ম গানের কোটি ভিউয়ারকে লক্ষ্য নয়, ভাল গানের দিকে মনোযোগী হবেন। এ প্রজন্মের তরুণদের হাত ধরেই বাংলা গান বিশ্ব সঙ্গীতাঙ্গনে মাথা উঁচু করে নিজের অস্তিত্ব জানান দেবে, এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
×