ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাফ ফুটবলের নিরাপত্তা নিয়ে বাফুফের বিশেষ সভা

প্রকাশিত: ০৭:৩৭, ২৮ আগস্ট ২০১৮

সাফ ফুটবলের নিরাপত্তা নিয়ে বাফুফের বিশেষ সভা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় আগামী ৪-১৫ সেপ্টেম্বর পর্যন্ত ‘সাফ সুজুকি কাপ’ (সাফ চ্যাম্পিয়নশিপ)-এর খেলাসমূহ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশসহ মোট ৭টি দেশের জাতীয় ফুটবল দল অংশগ্রহণ করবে। এ উপলক্ষে গঠিত সিকিউরিটি উপ-কমিটির এক সভা সোমবার সকালে কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম, অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক, শিল্প পুলিশের সভাপতিত্বে মতিঝিলের বাফুফে ভবনের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিকিউরিটি উপ-কমিটির সদস্য মনির হোসেন (যুগ্ম পুলিশ কমিশনার, অপারেশন, ডিএমপি), কাজী নুসরাত এদিব লুনা (অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডি), রাশেদ হাসান (সিনিয়র সহকারী উপ-পুলিশ কমিশনার, অপারেশন, ডিএমপি), আনোয়ার হোসেন (পিপিএম, ডিসি, মতিঝিল বিভাগ, ডিএমপি), মারুফ হোসেন সরদার (পিপিএম-ডিসি, রমনা বিভাগ, ডিএমপি), নাবিদ কামাল শৈবাল (ডিসি, উত্তরা বিভাগ, ডিএমপি), হামিদা পারভীন (ডিসি প্রটেকশন, ডিএমপি), ইউসুফ আলী (ডিসি, মোটর ট্রান্সপোর্ট, ডিএমপি) এবং আবু নাইম সোহাগ (সাধারণ সম্পাদক, বাফুফে)। এছাড়াও বিশেষ আমন্ত্রণে সভায় উপস্থিত ছিলেন চয়ন ব্রত তালুকদার (ডিডি, এনএসআই), সাইফুল ইসলাম (সহকারী পরিচালক, এনএসআই), মাজহারুল ইসলাম (ডিআইজি, এসবি), মহিউদ্দিন আহমেদ মহি (সহ-সভাপতি, বাফুফে), আনোয়ারুল হক হেলাল (সাধারণ সম্পাদক, সাফ)।
×