ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোনাল্ডোকে মিস করছেন রিয়ালের ফুটবলাররা!

প্রকাশিত: ০৭:৩৬, ২৮ আগস্ট ২০১৮

রোনাল্ডোকে মিস করছেন রিয়ালের ফুটবলাররা!

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিস্টিয়ানো রোনাল্ডো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ক্লাব কর্তারা অনেক বড় বুলি আওড়াচ্ছেন। নতুন কোচ জুলেন লোপেতেগিও বলছেন, সি আর সেভেনের অভাব অনুভূত হবে না। কিন্তু বাস্তবে কী ঘটছে? মৌসুমের শুরুতেই পর্তুগীজ তারকাকে ছাড়া কেমন যেন এলেমেলো লাগছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের। দলটির তারকা ডিফেন্ডার মার্সেলো তো স্পষ্টভাবে জানিয়েছেন, রিয়ালে রোনাল্ডোর অভাব সুস্পষ্ট। সান্টিয়াগো বার্নাব্যুতে রোনাল্ডো-মার্সেলোর রসায়নটা বেশ ভালই ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে গুঞ্জন আছে, পর্তুগীজ তারকার পথ ধরে জুভেন্টাসে যেতে পারেন ব্রাজিল তারকাও। এক সাক্ষাতকারে মার্সেলো বলেছেন, রোনাল্ডো বিশ্বের সেরা। তার সঙ্গে খেলার অভাব আপনি নিঃসন্দেহে মিস করবেন। তবে গ্যারেথ বেল এবং করিম বেঞ্জামাও অনেক ভাল। রবিবার রাতে জিরোনার বিরুদ্ধে ৪-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে জোড়া গোল করেছেন বেঞ্জামা। তারপরও রোনাল্ডোকে নিয়ে করা প্রশ্নের উত্তরে ফরাসী ফরোয়ার্ড বলেন, আপনি কখনোই রোনাল্ডোকে ভুলতে পারবেন না। রিয়ালের জন্য তিনি অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন, অনেক অনেক গোল করেছেন। মার্সেলো যেমনটা বলেছেন, ঠিকই তিনি বিশ্বের সেরা খেলোয়াড়। কিন্তু তারপরও ভিন্ন ভিন্ন খেলোড়কে নিয়ে গড়া একটি ভিন্ন দল সম্পর্কে আমাদের চিন্তা শুরু করতে হবে। জিরোনা ম্যাচের দ্বিতীয়ার্ধে মার্সেলোকে তুলে নেন কোচ লোপেতেগি। তাতে একটু খেপেও ছিলেন ব্রাজিলিয়ান তারকা। ম্যাচ শেষে মার্সেলো বলেন, বদলিটা আমাকে অবাক করেছিল। কিন্তু কোচের সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা করি। ভালো খেলছিলাম বলেই আমি চেয়েছিলাম চালিয়ে যেতে। আসলে আমি শতভাগই সামর্থ্যবান ছিলাম। জানি না কেন তুলে নেয়া হলো। তবে এই সিদ্ধান্তকেও শ্রদ্ধা করি। রিয়ালের ফুটবলাররা রোনাল্ডোকে মিস করলেও ফিফা সেরা তারকা নতুন ক্লাব জুভেন্টাসে এখনও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। নয় বছর রিয়ালে কাটিয়ে এবার তুরিনে এসেছেন রোনাল্ডো। রিয়ালকে দিয়েছেন অনেক অনেক অর্জন। রিয়ালের সর্বকালের সেরা যে তিনিই, এ নিয়ে বিতর্ক করার মতো লোক খুব বেশি মিলবে না। কিন্তু রিয়াল থেকে বিদায় নিয়েছেন আড়ালে, নিজেই কোন বিদায় সংবর্ধনা চাননি। সেও না হয় মানা গেল, তাই বলে জুভেন্টাসে যোগ দিয়েই সামাজিক মাধ্যমে রিয়ালকে আনফলো করে দিতে হবে! তারকা জুটিদের মধ্যে যেটা হয়। ছাড়াছাড়ি হয়ে গেলে প্রথম কাজ আনফলো করা! ভেতরে যতটা অভিমান মেশানো রাগ কিংবা রাগ মেশানো অভিমান থেকে থাকুক, রোনাল্ডো আজীবন ভুলতে পারবেন না রিয়ালকে। জীবনের সেরা সময়টা, নিজের সামর্থ্যের সেরাটা এখানেই কাটিয়েছেন। নয় বছর, কম সময় তো নয়। রিয়াল তো চাইলেও ভুলতে পারবে না। ক্লাবটির ইতিহাসের পাতায় পাতায় ছড়ানো থাকবে তার নাম। রিয়াল-সমর্থকদের মধ্যে রোনাল্ডোর শূন্যতার প্রভাব পড়তে শুরু করেছে। গ্যালারি ভরছে না আগের মতো। গত ১০ বছরে সবচেয়ে কম দর্শক উপস্থিতির রেকর্ড করেছিল বার্নাব্যু। রিয়ালের জার্সি বিক্রি থেকে আয়ও নির্ঘাত কমেছে। আর অন্যান্য খাতেও নেতিবাচক প্রভাব পড়াটাও অস্বাভাবিক নয়।
×