ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চেলসির নাটকীয় জয়

প্রকাশিত: ০৭:৩৫, ২৮ আগস্ট ২০১৮

চেলসির নাটকীয় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে এবার দুর্দান্ত শুরু করেছে চেলসি। লীগের প্রথম দুই ম্যাচেই জয় তুলে নেয় তারা। টানা তৃতীয় জয়ের লক্ষ্য নিয়েই রবিবার নিউক্যাসল ইউনাইটেডের মাঠে নামে মাওরিজিও সারির দল। এই ম্যাচেও নাটকীয় জয় পেয়েছে ব্লুজরা। হ্যাজার্ড-উইলিয়ানদের নৈপুণ্যে চেলসি এদিন ২-১ গোলে হারায় নিউক্যাসল ইউনাইটেডকে। সেইসঙ্গে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লীগের সাবেক চ্যাম্পিয়ন চেলসি ছাড়াও এদিন জয়ের দেখা পেয়েছে ওয়াটফোর্ড এবং ফুলহাম। নিজেদের মাঠে ওয়াটফোর্ড ২-১ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। দিনের আরেক ম্যাচে ফুলহাম ৪-২ ব্যবধানে বার্নলিকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে। নিউক্যাসল ইউনাইটেডের মাঠে চেলসির সর্বশেষ জয়টা সাত বছর আগে। ২০১১ সালের পর সর্বশেষ পাঁচ ম্যাচের কোনটিতেই জয় পায়নি ব্লুজরা। এই সময়ে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে চার ম্যাচে ড্র করার পাশাপাশি বাকি ম্যাচে হার দেখেছে চেলসি। তবে দীর্ঘ সাত বছর পর এবার জয় পেয়েছে সারির দল। যদিওবা জয়টা মোটেও সহজ ছিল না। শুরু থেকে দুর্দান্ত খেলেও এদিন গোলের জন্য চেলসিকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত। পেনাল্টিতে গোল করে সফরকারীদের প্রথম এগিয়ে দেন এডিন হ্যাজার্ড। কিন্তু ৮৩ মিনিটেই দারুণ এক গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান জোসেলু। এরপর ম্যাচটি ড্র হবে বলেই ধরে নিয়েছিল অনেকে। কিন্তু ম্যাচ শেষ হওয়ার মাত্র ৩ মিনিট আগে মার্কোস আলোনসোর দ্রুতগতির শট দিআন্দ্রে ইয়েদলিনের পায়ে লেগে সরাসরি জালে জড়ায়। আর এই আত্মঘাতী গোলের সৌজন্যেই নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। গত মাসে তৃতীয় স্থানে থেকে রাশিয়া বিশ্বকাপ শেষ করেছিল বেলজিয়াম। যার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এডিন হ্যাজার্ড। বিশ্বকাপে তার সেই পারফর্মেন্সে মুগ্ধ-বিমোহিত হয় ইউরোপের শীর্ষ সারির ক্লাবগুলো। এরপর থেকেই তাকে দলে ভেড়াতে মরিয়া হয়ে ওঠে ইউরোপের জায়ান্টরা। তবে হ্যাজার্ড স্ট্যামফোর্ড-ব্রিজেই থাকার সিদ্ধান্ত নেন। শুধু তাই নয়, চেলসির হয়ে ইতোমধ্যে নতুন মৌসুমও শুরু করে দিয়েছেন এই বেলজিয়ান উইঙ্গার। রবিবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে দারুণ এক গোলও উপহার দেন তিনি। দ্বিতীয়ার্ধে পেনাল্টিতে করা তার গোলেই প্রথম এগিয়ে যায় চেলসি। প্রিমিয়ার লীগে এটা হ্যাজার্ডের ৭০তম গোল। এই গোল করেই নতুন এক ইতিহাস গড়েন ব্লুজদের বেলজিয়ান উইঙ্গার। ৬৯ গোল নিয়ে তৃতীয় স্থানে থাকা জিমি ফ্লয়েড হ্যাসলব্ল্যাঙ্ককে ছাড়িয়ে চেলসির তৃতীয় সর্বোচ্চ গোলদাতার আসনটি দখল করে নেন হ্যাজার্ড। ইংলিশ প্রিমিয়ার লীগে চেলসির জার্সিতে সর্বোচ্চ গোলের তালিকায় হ্যাজার্ডের সামনে এখন কেবল দুজন। ১৪৭ গোল করে এই তালিকার শীর্ষে রয়েছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। ১০৪ গোল নিয়ে দুইয়ে রয়েছেন ব্লুজদের আরেক কিংবদন্তি স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা। চেলসির হয়ে সব মিলিয়ে ৯০টি গোল করেছেন ২৭ বছর বয়সী হ্যাজার্ড। তবে যেভাবে ছুটছেন হ্যাজার্ড, কোথায় গিয়ে থামবেন এই বেলজিয়ান ভক্ত-অনুরাগীদের অপেক্ষা এখন সেটাই দেখার। দুর্দান্ত পারফর্মেন্স করে এই ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও নিজের করে নেন হ্যাজার্ড। ২০১৪-১৫ মৌসুমের পর থেকে যা সর্বোচ্চ ম্যাচসেরার পুরস্কার জয়ের রেকর্ড। এই সময়ে চেলসির হয়ে ৩৪ বার ম্যাচ সেরার পুরস্কার জেতেন হ্যাজার্ড। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ বার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন টটেনহ্যামের হ্যারি কেন। এই সময়ে তৃতীয় আর চতুর্থ স্থানে থাকা যথাক্রমে সার্জিও এ্যাগুয়েরো আর এ্যালেক্সিস সানচেজ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সমান ২৩ বার করে। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে জয়ের পর নিজেদের পারফর্মেন্সে সন্তুষ্ট মাওরিজিও সারি। তবে প্রতিপক্ষের রক্ষণাত্মক খেলার কারণে চরম হতাশা প্রকাশ করেছেন তিনি। বিশেষ করে নিউক্যাসল ইউনাইটেডের কোচ রাফায়েল বেনিতেজের কড়া সমালোচনা করেন চেলসির কোচ।
×