ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জিতেই ঢাকা ফিরতে চাই ॥ পাকির আলী

প্রকাশিত: ০৭:৩৫, ২৮ আগস্ট ২০১৮

জিতেই ঢাকা ফিরতে চাই ॥ পাকির আলী

সংবাদদাতা, সৈয়দপুর, নীলফামারী ॥ জেলার শেখ কামাল স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কোচ পাকির আলীর অধীনে ২৫ সদস্যের শ্রীলঙ্কা জাতীয় ফুটবল দল সৈয়দপুরের মাটিতে পা রেখেছেন। পরিসংখ্যান, র‌্যাঙ্কিং ও ইতিহাস বরাবরেই এগিয়ে রাখছে স্বাগতিক বাংলাদেশকে। তবে শ্রীলঙ্কার তারুণ্য নির্ভর দলটি মাঠে একচুলও ছাড় দিতে রাজি নয়। প্রস্তুতি ম্যাচে নিয়েই তারা সাফ গেমসের মূল লড়াইয়ে খেলতে চায়। তবে পরিসংখ্যান যাই থাক ঢাকা মাঠের অতি পরিচিত মুখ, সাবেক তারকা ফুটবলার পাকির আলী সেদিকে না তাকিয়ে সৈয়দপুর বিমান বন্দরে সাংবাদিকদের বলেন, দলীয় অধিনায়ক সুবাস মাদশানের পুরো দলটি তারুণ্য নির্ভর ও কৌশলগত দিক দিয়ে আগের যে কোন দলের চেয়ে শক্তিশালী। তাই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ও সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্ততি ম্যাচ হলেও স্বাগতিক বাংলাদেশকে কোন ছাড় দিতে চান না তারা। জয় নিয়েই দেশের উত্তরের এ মাঠ থেকে ঢাকার মাঠে ফিরতে চান। সেখানে গ্রুপ ‘বি’তে শক্তিশালী ভারত ও মালদ্বীপের মোকাবেলায় নিজ দলকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরাতে চান জনপ্রিয় এ কোচ। উল্লেখ্য, আশির দশকে ঢাকা আবাহনীর জার্সিতে প্রায় দশ বছর সুনামের সঙ্গে খেলেছেন ডিফেন্ডার পাকির আলী। তার নজরকাড়া নৈপুণ্যে এখনও হৃদয়ে দাগ কেটে রেখেছে ঢাকা ফুটবলপ্রেমীদের।
×