ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৪২ সোলার প্যানেল বিতরণ

প্রকাশিত: ০৭:২১, ২৮ আগস্ট ২০১৮

৪২ সোলার প্যানেল বিতরণ

সংবাদদাতা, পানছড়ি, খাগড়াছড়ি, ২৭ আগস্ট ॥ পানছড়ির প্রত্যন্ত এলাকায় বসবাসরত অসচ্ছল ৪২টি পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ করেছে ৩ বিজিবি লোগাং জোন। সোমবার বেলা সাড়ে ১১টায় লোগাং ক্যাম্পে এসব সামগ্রী বিতরণ করেন ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রফিকুল হাসান পিএসসি। সোলার প্যানেল হাতে পেয়ে ৪২টি পরিবার খুশীতে আত্মহারা হয়ে পড়ে। তাদের দীর্ঘদিনের স্বপ্ন ৩ বিজিবির হাত ধরে বাস্তবায়িত হয়েছে বলে অনেকেই জানায়। জোন অধিনায়ক বলেন, এলাকার শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ১৬০ শিক্ষর্থীকে বৃত্তি প্রদান নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৭ আগস্ট ॥ সোমবার দুপুরে মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মালা রানী বিশ্বাস। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সদর উপজেলার কলেজ ও বিদ্যালয়ের ১৮০ শিক্ষার্থীর মধ্যে ৩ লাখ ৬০ হাজার টাকা প্রদান করা হয়। প্রত্যেক শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে প্রদান করা হয়।
×