ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাধবপুরে ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ

প্রকাশিত: ০৭:২১, ২৮ আগস্ট ২০১৮

মাধবপুরে ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ

সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ২৭ আগস্ট ॥ মাধবপুরে তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীর এক মেধাবী ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করেছে একই বিদ্যালয়ের দুই ছাত্র। অপহরণের ৩দিন পর সোমবার ভোরে অপহৃতা স্কুলছাত্রীকে উপজেলার কৃষ্ণপুর গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে পুলিশ হেফাজতে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভিকটিমের পিতা উপজেলার ঘিলাতলী গ্রামের গনু মিয়া বাদী হয়ে ওই বিদ্যালয়ের দুই ছাত্রের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩/৪জনের নামে মাধবপুর থানায় অপহরণ ও ধর্ষণের মামলা করেছেন। ভিকটিমের পিতা গনু মিয়া থানায় অভিযোগ করেন গত ২৫ আগস্ট রাত ১০টার দিকে তার মেয়ে ঘর থেকে বের হলে তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র ও হবিবপুর গ্রামের বাছির মিয়ার ছেলে শাকিল এবং ৮ম শ্রেণীর ছাত্র ও তিনগাঁও গ্রামের হৃদয় মিয়া ৮ম শ্রেণীর ছাত্রীকে একটি মাইক্রোবাস করে বাড়ি থেকে অপহরণ করে নেয়। এরপর তাকে বিভিন্ন স্থানে রেখে দুই ছাত্রসহ অন্য সহযোগীরা ধর্ষণ করে। পরে অপহরণকারীরা গত রবিবার মধ্যরাতে অপহৃতাকে উপজেলার কৃষ্ণপুর গ্রামে একটি রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। নর্দান ভার্সিটিতে প্রশিক্ষণ নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এ ‘টেকনোলজিক্যাল স্কিলস’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট এনইউবির ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশলান হায়ার স্টাডিজ’ সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। কর্মশালার ফ্যাসিলিটেটর ছিলেন সিএসই বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মোঃ রায়হানুল মাসুদ। বিশ^বিদ্যালয়ের বাছাইকৃত শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে তাদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। -বিজ্ঞপ্তি। বনপাড়া হাইওয়ে থানার ওসি প্রত্যাহার নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৭ আগস্ট ॥ লালপুরের কদিমচিলানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হওয়ার ঘটনায় বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) জিএম সামসুন নূরকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে প্রত্যাহার করে বগুড়া অফিসের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
×