ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত করার প্রতিবাদ

প্রকাশিত: ০৭:২০, ২৮ আগস্ট ২০১৮

ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত করার প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২৭ আগস্ট ॥ সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু তাহেরকে লাঞ্ছিত করার প্রতিবাদে সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আটটি ইউপি চেয়ারম্যান ও সদস্যরা এ মানববন্ধনের আয়োজন করেন। জানা গেছে, রবিবার দুপুরে জমির বিরোধ নিয়ে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চরসরিষাবাড়ী গ্রামে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের রবিবার সন্ধ্যায় আহতদের দেখতে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় ওই ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক উম্মত আলীর লোকজন ইউপি চেয়ারম্যান আবু তাহেরকে লাঞ্ছিত করে। এ ঘটনার প্রতিবাদে উপজেলার আটটি ইউপির চেয়ারম্যান ও সদস্যরা সোমবার বেলা ১১টার দিকে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহুরা লতিফ, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান প্রমুখ। ফটিকছড়িতে শিবির ক্যাডার গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি ॥ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দুর্ধর্ষ শিবির ক্যাডার ও একাধিক মামলার আসামি কামাল উদ্দীন ওরফে শিবির কামালকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে পৌর এলাকার ৬নং ওয়ার্ডের খোরশ্যের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার মৃত মুহাম্মদ হোসেনের পুত্র। পুলিশ জানায়, গ্রেফতারকৃত কামাল উপজেলার একাধিক হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামি। ১৯৮৭ সাল থেকে দীর্ঘ ১ দশক ধরে উপজেলার বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল। তার হাতেই জোড়া খুনসহ বিভিন্ন হত্যাকা- ঘটার অভিযোগ রয়েছে।
×