ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে বাস যাত্রী

প্রকাশিত: ০৭:১৯, ২৮ আগস্ট ২০১৮

রাজশাহীতে বাস যাত্রী

স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, পুঠিয়ায় ঢাকা-রাজশাহী মহাসড়কে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় একজন নিহত ও ২০ জন আহত হয়েছে। রবিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বেলপুকুর বিজিবি চেক পোস্টে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আমিনুল ইসলাম (৩০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকার হুমায়নের ছেলে। বেলপুকুরিয়া থানার ওসি জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রুপা পরিবহনের (ঢাকা মেট্রো ব-১১-১২৪৯) যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবির ঘরের সঙ্গে ধাক্কা খেয়ে পাশেই উল্টে যায়। এতে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমিনুল মারা যান। জয়পুরহাটে ছাত্রী নিজস্ব সংবাদদাতা জয়পুরহাট থেকে জানান, পাঁচবিবি উপজেলার হরন্দা এলাকায় অটোভ্যানের চাকার ওড়না পেঁচিয়ে জান্নাতুন মুন্নি (১২) নামে এক ছাত্রী মারা গেছে। সোমবার দুপুরের দিকে পাঁচবিবি কামদিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাতুন মুন্নি উপজেলার শুকুরময়ী গ্রামের মতিয়ার রহমানের মেয়ে। সে শুকুরময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ ম শ্রেণীর ছাত্রী ছিল। নেত্রকোনায় শিশু নিজস্ব সংবাদদাতা নেত্রকোন থেকে জানান, নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের রাজেন্দ্রপুর এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও ছয়জন। সোমবার বিকেলে ঘটেছে এ দুর্ঘটনা। নিহত শিশুটির নাম স্বপ্না আক্তার(৮)। তার বাবার নাম সবুজ মিয়া। বাড়ি বারহাট্টা উপজেলায়। চট্টগ্রামে যুবক স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস জানায়, নগরীর আকবর শাহ থানার সিটি গেট এলাকায় বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। নিহত আশরাফুজ্জামান (৩২) ওই এলাকার অলি আহমদের পুত্র। সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন সড়কে অবরোধ সৃষ্টি করলে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
×