ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাবনায় ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

প্রকাশিত: ০৭:১৮, ২৮ আগস্ট ২০১৮

পাবনায় ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৭ আগস্ট ॥ শহরের লাইব্রেরি বাজারে ট্রাক চাপায় অষ্টম শ্র্রেণীর ছাত্রী বিন্দু ইসলাম নিহত ও ভাই বিশাল ইসলাম গুরুতর আহত হয়েছে। হতাহতরা শহরের আইবি রোডের শরিফুল ইসলামের সন্তান। পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, সোমবার দুপুরে বিশাল ইসলাম ছোট বোন বিন্দুকে নিয়ে মোটরসাইকেলযোগে লাইব্রেরি বাজার হয়ে বাড়ি ফিরছিল। এ সময় একটি অটোবাইক মোটরসাইকেলকে ধাক্কা দিলে তা রাস্তার পাশে ছিটকে পড়ে। এ সময় বিপরীতমুখী একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই বিন্দুর মৃত্যু হয়। গুরুতর আহত বিশাল ইসলামকে এলাকাবাসী উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। নিহত বিন্দু পুলিশ লাইন স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। বাগেরহাটে দুই ভ্যানযাত্রী স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, মোল্লাহাটে অবৈধ নছিমন চাপায় দুজন নিহত হয়েছেন। খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার হাড়িদাহ বটতলা নামকস্থানে সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার দত্তডাঙ্গা গ্রামের গৌর ওঝার ছেলে স্বপন ওঝা (৪৫) ও কিরণ ওঝার ছেলে নিলকান্ত ওঝা (৫৫)। তারা কাহালপুর ডাঃ মনসুর আহমদ মাধ্যমিক বিদ্যালয় হতে স্মার্ট কার্ড নিয়ে ভ্যানযোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে ধেয়ে আসা দ্রুতগতির একটি নছিমন ভ্যানটিকে আঘাত করে তাদের চাপা দেয়। বি’বাড়িয়ায় অটোরিক্সা যাত্রী স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, আশুগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় সিএনজি অটোরিক্সা যাত্রী নিহত হয়েছে। এ সময় সিএনজির অটোরিক্সার অপর এক যাত্রীও আহত হয়। নিহতের নাম মনোয়ারা বেগম (৫৫)। তিনি আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামের নান্নু মিয়ার স্ত্রী। সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, প্রাণ গ্রুপের মালবাহী কাভার্ড ভ্যানটি হবিগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার পথে আশুগঞ্জের রেল গেটে যাত্রীবাহী সিএনজি অটোরিক্সাটিকে চাপা দিলে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী মনোয়ারা বেগমের মৃত্যু হয়। এ সময় অটোরিক্সার অপর যাত্রী বাতেম মিয়াও গুরুতর আহত হয়।
×