ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খুলনায় চালকদের স্বাস্থ্য পরীক্ষা

প্রকাশিত: ০৭:১৭, ২৮ আগস্ট ২০১৮

খুলনায় চালকদের স্বাস্থ্য পরীক্ষা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ নিরাপদ সড়ক বাস্তবায়নের লক্ষ্যে চালকদের স্বাস্থ্য পরীক্ষা ও জনসচেতনতা বিষয়ক অবহিতকরণ কর্মসূচীর উদ্বোধন সোমবার সকালে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি বলেন, নগরীর যান চলাচলে শৃঙ্খলা আনতে শহরে যেখানে সেখানে গাড়ি পার্কিং বন্ধ করতে হবে ও শহরে চলাচলকারী ইজিবাইককে সঠিক ব্যবস্থাপনায় আনতে হবে। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, সিভিল সার্জন এএসএম আব্দুর রাজ্জাক প্রমুখ। শ্বশুরবাড়িতে জামাইয়ের মৃত্যু নিজস্ব সংবাদদাতা , কচুয়া, চাঁদপুর, ২৭ আগস্ট ॥ কচুয়ায় বিদ্যুতস্পৃষ্টে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে মজিবুর রহমান (৩২) জামাই নিহত হয়েছে। সোমবার উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, পার্শ¦বর্তী চান্দিনা উপজেলার ফরিদপুর মুন্সী বাড়ির শহিদ উল্যাহর ছেলে মজিবুর রহমান শনিবার কচুয়া উপজেলার নোয়াগাঁও গ্রামে ঈদ-উল আজহা উপলক্ষে তার শ্বশুরবাড়িতে পরিবারসহ বেড়াতে আসে। সোমবার মজিবুর রহমান শ্বশুরবাড়িতে ডাব পারার জন্য নারকেল গাছে উঠলে গাছের পাশে থাকা তারের সঙ্গে বিদ্যুতস্পৃষ্ট হয়।
×