ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেরপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কারাগারে

প্রকাশিত: ০৭:১৭, ২৮ আগস্ট ২০১৮

শেরপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কারাগারে

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৭ আগস্ট ॥ শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি মোঃ হযরত আলীকে মারধরের মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার দুপুরে হযরত আলী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দাস উভয় পক্ষের শুনানি শেষে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। উল্লেখ্য, ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর সদর উপজেলার ঘুঘুরাকান্দি এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত ঈদপূনর্মিলনী অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তিমূলক বক্তব্য রাখেন। এর প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা প্রতিবাদে মিছিল বের করলে দু’পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগের ৮ কর্মী আহত হয়। পরে ওই ঘটনায় বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম বাদী হয়ে হযরত আলীকে প্রধান আসামি করে ২৯ জন বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে সদর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ তদন্ত শেষে গত ১২ জুন ২২ জন বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দায়ের করে। ওই মামলায় আদালত থেকে প্রথমে জামিনে থাকলেও পরবর্তীতে আদালতে হাজির না হওয়ায় হযরত আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। পরে সোমবার তিনি স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
×