ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাগুরায় গর্ভে শিশু গুলিবিদ্ধ মামলা ৭ম বারের মতো পিছিয়েছে

প্রকাশিত: ০৭:১৬, ২৮ আগস্ট ২০১৮

মাগুরায় গর্ভে শিশু গুলিবিদ্ধ মামলা ৭ম বারের মতো পিছিয়েছে

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৭ আগস্ট ॥ সোমবার চাঞ্চল্যকর মাগুরা শহরতলির দোয়ারপাড়ে দু’গ্রুপের সংঘর্ষকালে আব্দুল মোমিন নামে একজন নিহত এবং মাতৃগর্ভে নবজাতক সুরাইয়া ও মা নাজমা বেগম গুলিবিদ্ধের ঘটনায় হওয়া মামলার সাক্ষ্য গ্রহণ ৭ম বারের মতো আবার পিছিয়েছে। মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ আরাফাত হোসেন অন্যত্র বদলি হওয়ায় নতুন বিচারক না আসায় আগামী ১ জানুয়ারি ২০১৯ পরবর্তী দিন ধার্য হয়েছে। এই মামলার আসামিরা সেন সুমন, আলী আকবর, মুজিবর, সুমন আলী, ফরিদুর রহমান ফরিদ, সাগর, বাপ্পি গাজী, ইলিয়াস, সোহেল, লিটন মল্লিক, মিল্টন মল্লিক, নজরুল, সোহবান শেখ, সোলাইমান জোয়ারদার, তৈয়বুর রহমান তোতা, মুন্না ও আয়নাল শেখ আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল হোসেন জানান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ আরাফাত হোসেন অন্যত্র বদলি হওয়ায় নতুন বিচারক না আসায় দিনান্তর হয়েছে। উল্লেখ্য, ২০১৫ সালের ২৩ জুলাই বিকেলে মাগুরা শহরতলির দোয়ারপাড় এলাকায় দু’গ্রুপের সংঘর্ষকালে আব্দুল মোমিন নামে একজন নিহত এবং মাতৃগর্ভে নবজাতক সুরাইয়া ও মা নাজমা বেগম গুলিবিদ্ধ হন।
×