ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মীরসরাইয়ে ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ২

প্রকাশিত: ০৭:১৬, ২৮ আগস্ট ২০১৮

মীরসরাইয়ে ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ২

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যুবক নিহত ও দুজন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় মীরসরাই উপজেলার মস্তাননগর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-কুমিল্লা জেলার মানিক (৩৫) ও বরিশালের হাসান (২৫)। তারা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন। আহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার রানিয়ারা গ্রামের ইউনুছের পুত্র সুমন ও আখাউড়া উপজেলার মোখলেছ মিয়ার পুত্র উজ্জ্বল। গুরুতর আহত সুমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত ২ জন সাগরিকা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন। সীতাকু- রেলওয়ে পুলিশের ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, সন্ধ্যা ৬টার সময় চট্টগ্রামমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে মীরসরাইয়ের মস্তাননগর রেলস্টেশন এলাকায় ২ জন নিহত হয়েছে। অপরদিকে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে আহত হয়েছে আরও ২ জন। রাজবাড়ীতে পুুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত সংবাদদাতা, রাজবাড়ী, ২৭ আগস্ট ॥ বালিয়াকান্দি উপজেলার অলঙ্কারপুর এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এসময় ভাদু শেখ (৪৩) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছে। তার বাড়ি রাজবাড়ী জেলার সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের গোবিন্দগঞ্জ গ্রামে। তার পিতার নাম ইসহাক শেখ। পুলিশ জানায়, রবিবার রাত ২টার দিকে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল ডাকাত দলের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে পৌঁছলে ডাকাত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, পুলিশও এ সময় পাল্টা গুলি চালায়। পুলিশের গুলিতে ভাদু শেখ আহত হলে তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত বলে ঘোষণা করেন। বালিয়াকান্দি থানার ওসি হাসিনা বেগমের দাবি এ ঘটনায় পুলিশের ৩ সদস্য আহত হয়। ভাদু শেখের বিরুদ্ধে খুন-হত্যা-ডাকাতিসহ ৭টি মামলা রয়েছে।
×