ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাগুরায় দুই দলের সংঘর্ষে ২০ আহত

প্রকাশিত: ০৭:১৫, ২৮ আগস্ট ২০১৮

মাগুরায় দুই দলের সংঘর্ষে ২০ আহত

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৭ আগস্ট ॥ মাগুরার মহম্মদপুর উপজেলার ঘুল্লিয়া গ্রামে রবিবার রাতে দু’দলের মধ্যে সংঘর্ষে ২০জন আহত হয়েছে। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল ও মহম্মদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার মহম্মদপুর উপজেলার ঘুল্লিয়া গ্রামে বিনোদপুর ইউপি চেয়ারম্যান মিজান শিকদার ও সাকিবুল ইসলামের সমর্থক দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় এবং ২০জন আহত হয়। আহতদের মাগুরা ২৫০ শয্যা ও মহম্মদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডিমলায় জুয়া খেলা নিয়ে সংঘর্ষ আহত ৬ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জুয়া খেলায় বাধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে ডিমলা উপজেলার সুটিবাড়ি বাজারে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউপি সদস্য ও যুবলীগ নেতা সহ ৬ ছয় জন আহত হয়েছে। এলাকাবাসী অভিযোগ করে জানায়, রবিবার রাতে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের তিস্তা নদীর পাড়ে জুয়াড়ি মিথুনের নেতৃত্বে লোকজন জুয়া খেলছিল। এ সময় সেখানে গয়াবাড়ী ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা জুয়া খেলতে বাধা প্রদান করলে উভয় পক্ষের মধ্যে বচসা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় জুয়াড়িদের হাতে শওকত এবং সেলিম নামের দুইজন আহত হয়। এরপর রাতের ওই ঘটনার জের ধরে সোমবার সকালে জুয়াড়ি মিথুনের লোকজন স্থানীয় যুবলীগ কর্মীদের শুঠিবাড়ি বাজারে ধাওয়া করলে দফায় দফায় সংঘর্ষ বাঁধে।
×