ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দাউদকান্দিতে প্রসূতির মৃত্যুর বিচার দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৫১, ২৮ আগস্ট ২০১৮

দাউদকান্দিতে প্রসূতির মৃত্যুর বিচার দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ২৭ আগস্ট ॥ দাউদকান্দিতে ভুল চিকিৎসায় নুরজাহান (২২) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। উপজেলার গৌরীপুর-হোমনা সড়কের পাশে আঙ্গাউড়ায় রংধনু হসপিটালের নামে এমন অভিযোগ তোলা হয়েছে। নিহত নুরজাহান বেগম তিতাস উপজেলার বাগাইরামপুর গ্রামের ডালিম মিয়ার স্ত্রী। জানা যায়, অন্তঃসত্ত্বা নুরজাহানের প্রসব বেদনা উঠলে শুক্রবার দাউদকান্দি ও রংধনু হসপিটালে নিয়ে যায় তার স্বজনরা। ওই দিন রাতেই ডাঃ সিরাজুল ইসলামের এনেসথেসিয়ায় ডাঃ শাহনাজ পারভীন সিজারিয়ান অপারেশন করেন। পরদিন অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান রোগীর স্বজনরা। রবিবার রাতে সেখানে চিকিৎসাধীন মারা যায় নুরজাহান। নিহতের মরদেহ নিয়ে স্বজনরা সোমবার সকালে ওই হসপিটালের সামনে জড়ো হয়ে বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসম আব্দুর নুর ঘটনাস্থলে যান এবং মৃতের পরিবারকে ঘটনাটির যথাযথ তদন্তপূর্বক সঠিক বিচারের আশ্বাস প্রদান করেন এবং নিহত নুরজাহানের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জিজ্ঞাসাবাদের জন্য হসপিটালের মালিক মোঃ মকবুল হোসেনকে পুলিশ হেফাজতে নেয়া হয়। অপারেশনকারী ডাঃ শাহনাজ পারভীন বলেন, আমার অপারেশনে কোন রকম ত্রুটি নেই। আমার দায়িত্ব কেবল সিজারিং করা। এর বাইরের দায়ভার হসপিটাল কর্তৃপক্ষের। হাসপাতালের মালিক মুকবুল মিয়া ভুল চিকিৎসার অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করে জানান, রোগীকে ভর্তি করার সময় প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। এছাড়া প্রসূতি প্রসবের পর তা কিছুটা বেড়ে যায়। কোন ভুল চিকিৎসার জন্য নয়, প্রকৃতির নিয়মেই প্রসূতির রক্তক্ষরণ হচ্ছিল। সিজার করার পর রাতে রোগীর অবস্থা খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে ম্যাডামকে (ডাঃ শাহনাজ) জানানো হয়। তখন রক্ত দিতে বলা হলে গ্রুপের রক্তদাতা না পাওয়ায় আমি নিজে রক্ত দেই। পরদিন ম্যাডামের পরামর্শে ঢাকা পাঠাই।
×