ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাইক ব্যবসায় বেশি নজর দেবে উবার

প্রকাশিত: ০৬:৩৯, ২৮ আগস্ট ২০১৮

বাইক ব্যবসায় বেশি নজর দেবে উবার

গাড়ির চেয়ে বৈদ্যুতিক স্কুটার এবং বাইক ব্যবসায় বেশি নজর দেয়ার পরিকল্পনা করছে উবার। প্রতিষ্ঠানের লাভের ওপর এর প্রভাব পড়লেও এই খাতে নজর দেয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ্যাপভিত্তিক গাড়ি সেবাদাতা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী দ্বারা খোসরোশাহি বলেন, শহরের মধ্যে চলাচলের জন্য পৃথক যানবাহন ব্যবস্থা বেশি ভাল। ভবিষ্যতে গ্রাহক আরও নিয়মিতভাবে ছোট ছোট ভ্রমণ করবে বলেও মনে করেন তিনি। ফিনান্সিয়্যাল টাইমসকে খোসরোশাহি বলেন, ‘ব্যস্ত সময়ে একজন মানুষকে ১০ ব্লক দূরে যাত্রা করাতে এক টনের একটি হাল্ক বা ধাতব যান ব্যবহার করাটা সাশ্রয়ী নয়। আর্থিক দিক থেকে অল্প সময়ের জন্য হয়তো এটি আমাদের জন্য কোন বিজয় নয়, কিন্তু দীর্ঘ মেয়াদে কৌশলগত দিক থেকে আমরা ঠিক এদিকেই এগোতে চাই।’ আগের বছর বেশ কিছু বাইক প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে উবার। ইতোমধ্যে নিউ ইয়র্ক, ওয়াশিংটনসহ আটটি মার্কিন শহরে চালু করা হয়েছে প্রতিষ্ঠানের জাম্প নামের বৈদ্যুতিক বাইক সেবা। -অর্থনৈতিক রিপোর্টার
×