ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেয়ারবাজারে সূচকের মিশ্রাবস্থা লেনদেনে উন্নতি

প্রকাশিত: ০৬:৩৫, ২৮ আগস্ট ২০১৮

শেয়ারবাজারে সূচকের মিশ্রাবস্থা লেনদেনে উন্নতি

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৫৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১১১ কোটি ৭৫ লাখ টাকা বেশি। রবিবার ডিএসইতে ৪২০ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১৫৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার দর। বাজার পর্যালোচনায় দেখা গেছে, গত কয়েকদিনে ব্যাংক ও আর্থিক খাতের কোম্পানিগুলোর দর বাড়ার পর সোমবার খাত দুইটির বেশিরভাগ কোম্পানির দর কমেছে। তবে সেবা ও অন্যান্য খাতের জুন ক্লোজিং শেয়ারের দর বেড়েছে বেশি। কিন্তু তারপরও ব্যাংকের ৮৭ ভাগ কোম্পানির দরপতনের কারণে সূচক আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। তবে সার্বিক সূচক কমলেও ব্লুচিপস ও শরীয়াহ্ সূচক বেড়েছে। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১১ পয়েন্ট কমে ৫ হাজার ৫৮৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৭২ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৬৪ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বেক্সিমকো, একটিভ ফাইন, ইউনাইটেড পাওয়ার, বিবিএস কেবল, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং, ঢাকা ব্যাংক, আরডি ফুড, মবিল যমুনা ও ইফাদ অটো। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : কেডিএস, মাইডাস ফাইন্যান্স, ইন্ট্রাকো রিফুয়েলিং, বেক্সিমকো, এসকে ট্রিমস, ভ্যানগার্ড মিউচুয়াল ফান্ড, এমটিবি, ন্যাশনাল হাউজিং, এডভেন্ট ফার্মা ও ফাইন ফুড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ঝিল বাংলা সুগার, গ্রিন ডেল্টা, কর্ণফুলী ইন্স্যুরেন্স, সায়হাম টেক্স, রূপালী ইন্স্যুরেন্স, প্রিমিয়ার লিজিং, হামিদ ফেব্র্রিক্স, ফার্স্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক ও ১ম প্রাইম মিউচুয়াল ফান্ড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৫ কোটি ৪১ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ২২৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বেক্সিমকো, ন্যাশনাল হাউজিং, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স, আরডি ফুড, ইন্ট্রাকো, বসুন্ধরা পেপার, বিবিএস কেবল, সাইফ পাওয়ারটেক ও এসকে ট্রিমস।
×