ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোবটিক রেস্তরাঁ

প্রকাশিত: ০৬:৩৪, ২৮ আগস্ট ২০১৮

রোবটিক রেস্তরাঁ

দেশীয় প্রযুক্তির ওপর ভরসা রেখে এই প্রথম একটি রোবটিক রেস্তরাঁ বানিয়েছে নেপাল। রাজধানী কাঠমান্ডুর এ রেস্তরাঁটির নাম ‘নাউলো’, যার অর্থ ‘নতুন’। ‘হয়্যার ফুড মিটস টেকনোলজি’ সেøাগানে রেস্তরাঁটি উদ্বোধন করা হয়েছে। রোবটই এ রেস্তরাঁয় খাবার পরিবেশনের কাজ করছে। মাত্র পাঁচটি রোবট দিয়ে করানো হচ্ছে এ কাজ। এর মধ্যে তিনটি রোবটের নাম জিঞ্জার এবং দুইটি রোবটের নাম ফেরি।-এনডিটিভি পর্যটকের মুক্তি উত্তর কোরিয়ায় আটক জাপানী পর্যটক তোমোউকি সুগিমোতোকে মানবিক দিক বিবেচনা করে মুক্তি দেয়া হবে। এ উপদ্বীপের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বরফ গলার প্রেক্ষাপটে পিয়ংইয়ংয়ের সঙ্গে টোকিও বৈঠকে বসতে চাওয়ার পর এ বন্দীকে ছেড়ে দেয়া হচ্ছে। তিনি একজন পর্যটক হিসেবে সম্প্রতি উত্তর কোরিয়া সফরে যান। তিনি ভিডিওগ্রাফার ছিলেন। বিদেশী একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে তিনি উত্তর কোরিয়া সফর করেন।-এএফপি
×