ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে বিরোধী দল একক প্রার্থী দিতে ব্যর্থ

প্রকাশিত: ০৬:৩৩, ২৮ আগস্ট ২০১৮

পাকিস্তানে বিরোধী দল একক প্রার্থী দিতে ব্যর্থ

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) আইতজাজ আহসান ও জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) দলের প্রধান মাওলানা ফজলুর রেহমান আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এই দুজন প্রাথী তেহরিক-ই-পাকিস্তান (পিটিআই) দলের প্রার্থী আরিফ আলভির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) সোমবার বিকেলে আইতজাজ ও রেহমান তাদের মনোনয়নপত্র দাখিল করেন। অন্যদিকে রেহমানকে সমর্থন দিয়েছে অপর বিরোধী দলগুলো। পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলের সিনিয়র নেতা আহসান ইকবাল জেইউআই-এফ প্রার্থীকে তার দল সমর্থন দেবে বলে জানিয়েছেন। -এক্সপ্রেস ট্রিবিউন।
×