ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাহজালালে এক পরিবার থেকে ৫৮ লাখ টাকার সোনা উদ্ধার

প্রকাশিত: ০৬:৩০, ২৮ আগস্ট ২০১৮

শাহজালালে এক পরিবার থেকে ৫৮ লাখ টাকার সোনা উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একই পরিবারের পাঁচ সদস্যের কাছ থেকে ১ কেজি ১৬২ গ্রাম সোনার বার ও গহনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। সোমবার সকালে মাস্কাট থেকে ঢাকায় আসা একটি বেসরকারী এয়ারলাইন্সের ফ্লাইটে তারা দেশে ফিরছিলেন। গতিবিধি সন্দেহজনক হলে তাদের শরীর তল্লাশি করে এই স্বর্ণ উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মোঃ শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, তথ্য ছিল সোমবার সকাল সোয়া সাতটায় মাস্কাট থেকে আসা ওই ফ্লাইটে সোনার চালান আসবে। প্রকাশ্যে মাদক সেবন ॥ ৮ জনের কারাদ- স্টাফ রিপোর্টার ॥ প্রকাশ্য দিবালোকে গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে রাজধানীতে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করেছে একটি ভ্রাম্যমাণ আদালত। ঢাকা মহানগর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের রমনা সার্কেলের পরিদর্শক কামরুল ইসলাম ও গুলশান জোনের শামছুল কবিরের নেতৃত্বে যৌথভাবে এ অভিযান চালানো হয় সচিবালয়, রমনা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এ সময় হাতেনাতে আটক করা হয় আবির হোসেন, বেলাল হোসেন, রানা, খোরশেদ আলম আলমগীর, আশরাফুল, আলম ও মাহবুব। কুমিল্লায় গৃহবধূ হত্যা ॥ স্বামীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৭ আগস্ট ॥ যৌতুকের দাবিতে ফারহানা আক্তার (২১) নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় গৃহবধূর স্বামী ও শ^শুরসহ ৬ জনের বিরুদ্ধে সোমবার বিকেলে থানায় মামলা হয়েছে। মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, জেলার তিতাস উপজেলার ৬নং ভিটিকান্দি ইউনিয়নের কালিপুর গ্রামের প্রবাসী মোঃ মিঠুন গত প্রায় ২০ দিন আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরে তার স্ত্রী ফারজানার কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে। এ নিয়ে রবিবার সন্ধ্যার দিকে মিঠুন ও তার পিতাসহ পরিবারের লোকজন মিলে ফারজানাকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় রবিবার রাতে জেলার দাউদকান্দির গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
×