ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত বাস্তবায়নের আহ্বান

প্রকাশিত: ০৬:৩০, ২৮ আগস্ট ২০১৮

শ্রীলঙ্কার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত বাস্তবায়নের আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ শ্রীলঙ্কার সঙ্গে হওয়া দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত বাস্তবায়নের জন্য দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের প্রতি আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সোমবার ভিয়েতনামের হ্যানয়ে শুরু হওয়া দুই দিনব্যাপী ‘ভারতীয় মহাসাগর সম্মেলন-২০১৮’ (ইন্ডিয়ান ওশান কনফারেন্স)-এর প্রাক্কালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পরিকল্পনামন্ত্রী এ আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বিভিন্ন উন্নয়ন সহযোগিতামূলক দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। উল্লেখ্য, দিল্লীভিত্তিক থিঙ্কট্যাঙ্ক ইন্ডিয়ান ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয় বারের মতো এ ধরনের সম্মেলন আয়োজন করা হয়েছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও সিঙ্গাপুর আয়োজক সংগঠনের পার্টনার। আগের দুটি সম্মেলন হয়েছে সিঙ্গাপুর ও শ্রীলঙ্কায়।
×