ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কুরিয়ার সার্ভিস থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ০৬:২৮, ২৮ আগস্ট ২০১৮

কুরিয়ার সার্ভিস থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ আবারও ইয়াবা পাচার ও স্থানান্তরে কুরিয়ার সার্ভিসের জড়িত থাকার বিষয়টি আলোচনায় এসেছে। ঢাকার মতিঝিলের দিলকুশা এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে র‌্যাবের অভিযানে উদ্ধার হয়েছে ৪০ হাজার পিস ইয়াবা। যেগুলো কুরিয়ার সার্ভিসটিতে এসেছে। এর সঙ্গে জড়িত চার মাদক কারবারি গ্রেফতার হয়েছে। সোমবার দুপুরে র‌্যাব-১০ এর একটি দল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে অভিযান চালায়। অভিযানে উদ্ধার হয় ৪০ হাজার পিস ইয়াবা। র‌্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, ইয়াবাগুলো চট্টগ্রামের লোহাগাড়া থেকে ঢাকায় এসেছে। চারটি পার্সেলে ফেস (মুখে দেয়ার জন্য ব্যবহৃত) ক্রিমের ৪০টি কৌটায় ৪০ হাজার পিস ইয়াবা বিশেষ কায়দায় লুকানো ছিল। প্রতিটি কৌটায় ১০ হাজার পিস ইয়াবা ছিল। চালানটি নিতে আসে চার মাদক কারবারি। তাদের সম্পর্কে আগাম তথ্য ছিল র‌্যাবের কাছে। সেই তথ্যের ভিত্তিতে চালান গ্রহণ করার পর পরই তাদের ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এর আগে বিভিন্ন কুরিয়ার সার্ভিসে ইয়াবা আনার সময় তারা অনেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
×