ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্বের প্রথম অফলাইন মেসেজিং এ্যাপ

প্রকাশিত: ০৬:১৫, ২৮ আগস্ট ২০১৮

বিশ্বের প্রথম অফলাইন মেসেজিং এ্যাপ

বাজারে আসছে হোয়াটস এ্যাপ প্রতিদ্বন্দ্বী ময়া (গড়ুধ) মেসেঞ্জার। সর্বাধিক ব্যবহৃত এ্যাপগুলোর মধ্যে হোয়াটস এ্যাপের নাম উল্লেখযোগ্য। যেটির জনপ্রিয়তা পেছনে ফেলেছে মিক্সিট ও উইচ্যাটের মতো মেসেঞ্জারগুলোকেও। তবে, এবার লড়াই হবে ময়দানে। ইতোমধ্যেই দক্ষিণ আফ্রিকার গ্রাহকেরা পরিষেবা পাচ্ছেন ময়া মেসেঞ্জারের। যেটিতে প্রয়োজন পড়বে না কোন ডেটা কানেকশনের। পৃথিবীর সর্বপ্রথম ডেটা-ফ্রি মেসেজিং এ্যাপ হিসেবে আত্মপ্রকাশ করছে এই মেসেঞ্জার। যেটিকে ব্যবহার করে ইউজার বিনা ইন্টারনেট কানেকশনে আনলিমিটেড টেক্সট মেসেজ পাঠাতে পারবেন। অন্যদিকে, প্রয়োজন পড়বে না কোন টকটাইম ডেটার। আনলিমিটেড টেক্সট মেসেজ করার সুযোগ থাকছে এখানে। যেটি হবে ১০০ শতাংশ ডেটা-ফ্রি। পাঠানো যাবে বিভিন্ন ফাইল এ্যাটাচনেন্টস (ফটো, গান, ভিডিও)। তবে, সেজন্য অবশ্য প্রয়োজন পড়বে ডেটা কানেকশনের। ফোন বন্ধ থাকাকালীন সেভ হয়ে যাবে পাঠানো মেসেজ। বিনামূল্যে পরিষেবাটি দেয়ার জন্য সংস্থা ‘রিভার্স বিলিং’য়ের চুক্তি করেছে বিভিন্ন মোবাইল অপারেটরের সঙ্গে। #উধঃধঋৎবব উদ্যোগটির একটি অংশ হলো ময়া। উদ্যোগটির মধ্যে রয়েছে একাধিক এ্যাপ এবং ওয়েবসাইট। যেগুলোকে ব্যবহার করা যাবে ডেটা কানেকশন ছাড়াই। ইতোমধ্যে দশ হাজারেরও বেশি মানুষ ডাউনলোড করে ফেলেছেন এ্যাপটি। -জিনিউজ
×