ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শহিদুলকে ডিভিশন প্রদানে কারাবিধি অনুসরণের নির্দেশ

প্রকাশিত: ০৬:১৫, ২৮ আগস্ট ২০১৮

শহিদুলকে ডিভিশন প্রদানে কারাবিধি অনুসরণের নির্দেশ

কোর্ট রিপোর্টার ॥ আলোকচিত্রী ড. শহিদুল আলমকে কারাগারে ডিভিশন প্রদানের বিষয়ে কারাবিধি অনুসরণের নির্দেশ দিয়েছে ঢাকার সিএমএম আদালত। ঢাকার সিএমএম মোঃ সাইফুজ্জামান হিরো সোমবার এই সংক্রান্ত এক আবেদনের শুনানি শেষে কারা কর্তৃপক্ষকে এই নির্দেশ দেন। এর আগে এদিন সকালে কারাগারে থাকা এ আসামির পক্ষে এই আবেদন করা হয়। আসামি পক্ষে আইনজীবী এহসানুল হক সমাজি শুনানি করেন। শুনানি শেষে বিচারক এই নির্দেশ দেন। এর আগে গত ৬ আগস্ট এ আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে সিএমএম আদালত। এরপর গত ১২ আগস্ট রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ওই মামলায় গত ৬ আগস্ট এ আসামির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করার পরদিন হাইকোর্টে রিমান্ড বাতিল ও চিকিৎসা চেয়ে আবেদন করা হলে হাইকোর্ট চিকিৎসার জন্য এ আসামিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ে পাঠানোর আদেশ দেন। এরপর আইনশৃঙ্খলা বাহিনী তাকে ওই হাসপাতালে নিলে শারীরিক পরীক্ষার পর ভর্তির প্রয়োজনীয়তা নেই জানিয়ে তাকে আবার রিমান্ডে পাঠিয়ে দেন। গত ৪ আগস্ট রাতে ধানমন্ডির বাসা থেকে ডিবি পরিচয়ে একদল লোক শহিদুলকে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন তার স্ত্রী রেহনুমা আহমেদ। উল্লেখ্য, মামলায় অভিযোগ বলা হয় দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ড. শহিদুল আলম চলমান ছাত্র বিক্ষোভ নিয়ে সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাতকার দিয়েছিলেন। ওই সাক্ষাতকারে মিথ্যা তথ্য দিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন।
×