ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দশ ঘণ্টা বন্ধ থাকার পর সীমিত আকারে ফেরি চলাচল শুরু

প্রকাশিত: ০৬:১৪, ২৮ আগস্ট ২০১৮

দশ ঘণ্টা বন্ধ থাকার পর সীমিত আকারে ফেরি চলাচল শুরু

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৭ আগস্ট ॥ প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে। নাব্য সঙ্কটের কারণে রবিবার রাত ৮টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ফেরি চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়। এতে দুর্ভোগ বাড়ে যাত্রী ও চালকদের। তবে স্বাভাবিক রয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল। বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাট সূত্রে জানা গেছে, পদ্মা নদীতে নাব্য সঙ্কটের কারণে গত শুক্রবার থেকেই ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ঘাটে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ছোট গাড়িগুলো পার করা হলেও অনেক গাড়ি বিকল্পরুট দৌলতদিয়া-পাটুরিয়াতে ফিরে গেছে। এরপরও ভোগান্তি রয়েছে কাঁঠালবাড়ি ঘাট এলাকায়। মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক আব্দুল মমিন বলেন, ‘গত দুই সপ্তাহ ধরে পদ্মা নদীর লৌহজং টার্নিং পয়েন্টে নাব্য সঙ্কট ও ডুবোচর তীব্র আকার ধারণ করে। এতে ব্যাহত হয় এই নৌরুটে ফেরি চলাচল। নদীতে ড্রেজিং কাজ চলমান থাকায় রবিবার রাত ৮টা থেকে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সোমবার সকাল ৬টা থেকে ১০টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে আটকা পড়েছে ৭ শতাধিক যানবহান। সোমবার সকাল ৬টায় কাঁঠালবাড়ি ঘাট থেকে একটি কে-টাইপ ফেরি শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যায় এবং শিমুলিয়া ঘাট থেকে ফেরিগুলো কাঁঠালবাড়ি ঘাটের উদ্দেশে ছেড়ে আসছে। আশা করি, এতে ফেরি চলাচল কিছুটা সচল হবে।’
×