ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জামিন পেলেন কোটা আন্দোলনের নেত্রী লুমা

প্রকাশিত: ০৫:৫১, ২৮ আগস্ট ২০১৮

জামিন পেলেন কোটা আন্দোলনের নেত্রী লুমা

কোর্ট রিপোর্টার ॥ কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লুৎফুন্নাহার লুমার জামিনের আবেদন মঞ্জুর করেছে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। সোমবার বিচারক শুভ্রত ঘোষ শুভ এই জামিন মঞ্জুর করেন। এর আগে গত রবিবার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ঢাকা সিএমএম আদালতে এই জামিনের আবেদন করেন। ওইদিন বিচারক আংশিক শুনানি শেষে সোমবার অবশিষ্ট শুনানি ও আদেশের দিন ধার্য করেন। ঈদের আগে গত ২০ আগস্ট কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ রাশেদ খাঁন, শাখাওয়াত হোসেন ও ফারুক হাসানসহ ২০ জনের জামিন মঞ্জুর করে ঢাকার সিএমএম আদালত। এর আগে গত ১৬ আগস্ট আসামি লুমার জামিনের আবেদন নামঞ্জুর করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ওই রিমান্ড শেষে গত ২০ আগস্ট জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত। লুমার বিরুদ্ধে মামলায় অভিযোগ, গত ২৯ জুলাই ঢাকার এয়ারপোর্ট রোডে দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় স্কুল-কলেজের কোমলমতি ছেলে-মেয়েরা নিরাপদ সড়ক চাই আন্দোলন করে। ওই আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা লুটানোর জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাভাবে প্রচারিত বিভিন্ন উস্কানিমূলক লেখা/পোস্ট/ফটো/ভিডিও’র মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অপচেষ্টা করে ফেসবুক আইডি নেম লুমা সরকার। ওই আইডির পরিচালনাকারী লুৎফুন্নাহার লুমা ওরফে নীলা ওরফে লুমা সরকার। আসামির টাইম লাইনে পোস্ট করা লেখা অশ্রাব্য স্ট্যাটাস দেখে যে কেহ নীতিভ্রষ্ট হতে পারে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। গত ১৫ আগস্ট ভোর সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার খিদ্রচাপড়ি এলাকায় দাদার বাড়ি থেকে লুমাকে গ্রেফতার করে কাউন্টার টেররিজম ইউনিট ও বেলকুচি থানার পুলিশ।
×