ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এবার রাজশাহী নগর বিএনপি কার্যালয় ভাংচুর

প্রকাশিত: ০৫:৫১, ২৮ আগস্ট ২০১৮

এবার রাজশাহী নগর বিএনপি কার্যালয় ভাংচুর

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ তালা লাগানোর পর এবার রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে ভাংচুর চালিয়েছে পদবঞ্চিত ছাত্রদলের নেতারা। আগের তিন রবিবার তালা মারা এবং খোলার ঘটনাকে কেন্দ্র করে সোমবার ব্যাপক ভাংচুর চালানো হয়েছে। দুপুর ১২টার দিকে নগরীর ভুবনমোহন পার্ক এলাকায় অবস্থিত নগর বিএনপির দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। নগরীর সরকারী সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক লিমন বলেন, ‘আমরা সোমবার সকালে দলীয় কার্যালয়ে পরিচিতি সভা করার জন্য ১২টা পর্যন্ত অবস্থান করছিলাম। এ সময় কিছু ব্যক্তি যারা যুবদল করতে ইচ্ছুক তারা এবং সাবেক ছাত্রদল নেতারা অফিসে এসে নবগঠিত কমিটির ওপর হামলা চালায়। এ সময় তারা দলীয় কার্যালয়ের চেয়ার-টেবিল, জানালাসহ আসবাবপত্র ভাংচুর করে। এ সময় নগরীর রাজপাড়া থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাতুল, চন্দ্রিমা থানা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান এবং শাহমখদুম থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল বাসার নতুনকে তারা পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় আরও অনেকে আহত হয়। এর আগে রবিবার দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগর ছাত্রদলের ছয়টি থানা ও তিনটি কলেজের কমিটি ঘোষণার প্রতিবাদে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় পদবঞ্চিত নেতাকর্মীরা। এ সময় তারা ঘোষিত কমিটি প্রত্যাহার করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান। কাউকে না জানিয়ে অযোগ্যদের গুরুত্বপূর্ণ পদে এনে ছাত্রদলের সুনাম নষ্ট করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন। এরপর বিকেল ৪টার দিকে দলীয় কার্যালয়ের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে পরিচিতি সভা করে রাজশাহী মহানগর ছাত্রদলের আটটি ইউনিটের নতুন কমিটির নেতৃবৃন্দ।
×