ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ষড়যন্ত্রের পথ পরিহার করে নির্বাচনে আসুন

প্রকাশিত: ০৫:৫০, ২৮ আগস্ট ২০১৮

ষড়যন্ত্রের পথ পরিহার করে নির্বাচনে আসুন

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম ষড়যন্ত্রের পথ পরিহার করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, কোন ষড়যন্ত্র সফল হবে না। দেশের জনগণ এখন অনেক সচেতন। জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট এই আলোচনা সভার আয়োজন করে। মোহাম্মদ নাসিম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনেক রাজনৈতিক দল অংশ গ্রহণ করবে। আগামী নির্বাচনে অংশগ্রহণকারী দলের কোন অভাব হবে না। আমরা চাই সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক। কিন্তু কোন দল নির্বাচনে না এলে তো আমাদের কিছু করার নেই। সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদ উদ্দিনের সভাপতিত্বে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম মওলা নকশাবন্দি, সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের ভারপ্রাপ্ত মহাসচিব সোলায়মান ফরিদ বক্তব্য রাখেন। ২১ আগস্ট গ্রেনেড হামলার মদদদাতা খালেদা জিয়াÑড. হাছান ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহামুদ বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার মদদদাতা ছিলেন বেগম খালেদা জিয়া। তার নির্দেশনায় এ হামলা সংঘটিত হয়েছে। এ দায়ভার তিনি কোনভাবেই এড়িয়ে যেতে পারেন না। সোমবার জাতীয় প্রেসক্লাবে প্রয়াত আওয়ামী লীগ নেত্রী বেগম আইভী রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত স্মরণসভায় তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার সময় সরকারপ্রধান ছিলেন বেগম খালেদা জিয়া। তার নির্দেশ ছাড়া এই হামলা হতে পারে না। পরিকল্পিতভাবেই এ হামলা ঘটানো হয়। এখন এ রায়কে সামনে রেখে বিএনপি বিচারকদের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনে আসুন, দেখুন জনগণ কাদের পক্ষে রায় দেয়। নির্বাচনের মাঠেই প্রমাণ হবে দেশের মানুষ কাদের সরকার দেখতে চায়। খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় জিয়া পরিবারের সদস্যরা জড়িত। জিয়া যেমন পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন, ঠিক তেমনি খালেদা জিয়াও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মধ্যদিয়ে হত্যার পরিকল্পনা করেছিলেন। তিনি বলেন, বিএনপির হামলা-হত্যা আর সহিংস কর্মকা-ের কারণে দেশের মানুষ তাদের বর্জন করেছে। এ কারণে আগামী নির্বাচনে দাঁড়ানোর মতো শক্তি ও সাংগঠনিক জোর হারিয়ে ফেলেছে। এখন নানা ছলচাতুরি করে নির্বাচনে অংশগ্রহণ না করার পথ অবলম্বন করছে তারা। অনুষ্ঠানে আয়োজক সংগঠনের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার ও সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা বক্তব্য রাখেন।
×