ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টি২০তে কম রান দেয়ার রেকর্ড ইরফানের

প্রকাশিত: ০৫:৪৪, ২৭ আগস্ট ২০১৮

টি২০তে কম রান দেয়ার রেকর্ড ইরফানের

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) টি২০ আসরের দিকে খুব বেশি মনোযোগ নেই বহির্বিশ্বের। তবে বিস্ময়কর কিছু ঘটনার জন্ম দিয়ে আলোচনার শীর্ষে আসার ঘটনা বেশ কয়েকটি আছে এই ফ্র্যাঞ্চাইজি আসরের। ২০১৩ সালে যেমন ব্রিজটাউনের কেনসিংটন ওভালে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে ত্রিনবাগো নাইটরাইডার্সের বিপক্ষে ৪ ওভারে ৬ রান দিয়ে ৬ উইকেট নিয়ে যে কোন পর্যায়ের টি২০ ক্রিকেটের বিশ্বরেকর্ড গড়েছিলেন সাকিব আল হাসান। ৫ বছর পর সেই একই ভেন্যুতে শনিবার একই দল বার্বাডোজের হয়ে এবার পাকিস্তানী বাঁহাতি পেসার মোহাম্মদ ইরফান একটি অনন্য রেকর্ড গড়েছেন। ৪ ওভারের কোটা পূরণ করেছেন তিনি ৩ মেডেনসহ মাত্র ১ রান খরচা করে ২ উইকেট নিয়ে। যে কোন পর্যায়ের টি২০ ক্রিকেটে পুরো ৪ ওভার বোলিং করে এরচেয়ে কম রান দিতে পারেননি কেউ। তবে স্পেল শেষ না করে ০ রান দেয়ার ঘটনা আছে বেশ কয়েকটি। সেদিক থেকে বিশ্বরেকর্ডটা বাংলাদেশের আরেক বাঁহাতি স্পিনার আরাফাত সানির। সেন্ট কিটস এ্যান্ড নেভিসের ব্যাটসম্যানরা যে একেবারেই বাজে ব্যাটিং করেছেন এমনও নয়। বার্বাডোজ ট্রাইডেন্টস প্রথম ব্যাট করে ৬ উইকেটে করেছিল ১৪৭ রান। জবাবে নামা সেন্ট কিটস ইরফানের করা প্রথম ওভারেই কোন রান নিতে পারেনি। উল্টো প্রথম বলেই মারকুটে ওপেনার ক্রিস গেইলের উইকেট হারিয়েছে। এমনকি তিনি টানা তিনটি ওভার মেডেন দিয়েছেন। নিজের দ্বিতীয় ওভারে ‘আরেক গেইল’ খ্যাতি পাওয়া বিধ্বংসী ওপেনার এভিন লুইসকেও সাজঘরে পাঠিয়েছেন তিনি। পরপর দুই ওভারে টি২০ ক্রিকেটের সেরা আক্রমণাত্মক দুই ব্যাটসম্যানকে শিকার করার কারণেই ইরফান ছিলেন উজ্জীবিত।
×