ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এশিয়ান গেমস হকি, বাংলাদেশ ৩-১ থাইল্যান্ড

থাইল্যান্ডকে হারিয়ে পঞ্চম স্থানের হাতছানি

প্রকাশিত: ০৫:৪২, ২৭ আগস্ট ২০১৮

 থাইল্যান্ডকে হারিয়ে পঞ্চম স্থানের হাতছানি

স্পোর্টস রিপোর্টার ॥ নিজেদের চতুর্থ ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ হকি দল। ৩-১ গোলে হারিয়েছে তারা থাইল্যান্ডকে। ইন্দোনেশিয়ায় চলমান এশিয়ান গেমস হকিতে প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে বাংলাদেশ দলের। এই অর্জন সম্ভব হয়েছিল ওমানকে হারিয়েই। গেমসে বাংলাদেশ অংশ নিচ্ছে ষষ্ঠ স্থানের জন্য। দেশ ত্যাগের আগে এমন প্রত্যশার কথা শুনয়েছিলেন দলের কোচ-খেলোয়াড়রা। লক্ষ্য পূরণে ওমান ম্যাচটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর শুরুটাই হয় কাক্সিক্ষত জয় দিয়ে। বাংলাদেশের ষষ্ঠ হওয়া এখন নিশ্চিত। থাইল্যান্ডকে হারানোর সুবাদে এখন পঞ্চম হওয়ার হাতছানি। প্রত্যাশা ছিল গ্রুপের দুই বড় দলের সঙ্গে লড়াই করা বা সম্ভাব্য ভাল খেলা। আর র‌্যাঙ্কিংয়ে নিচে থাকা তিন দলকে হারানোর টার্গেট নিয়ে ইন্দোনেশিয়া পাড়ি জমায় বাংলাদেশ দল। ঢাকা ত্যাগের আগে সংবাদ সন্মেলনে দলের প্রধান কোচ গোবীনাথান কৃষ্ণমূর্তি এমন লক্ষ্যের কথাই বলেছিলেন। রবিবার থাইল্যান্ডকে হারানোর মধ্যে দিয়ে সে লক্ষ্য পূরণ হয়েছে জিমি-চয়নদের। ওমানকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান গেমস শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে কাজাখস্তানকে হারিয়েছে ৬-১ গোলে। তবে টানা দুই জয়ের পর বড় একটি ধাক্কা খেতে হয়েছে জিমিদের। সেটা তৃতীয় ম্যাচে। মালয়েশিয়ার কাছে ৭-০ গোলের বড় ব্যবধানে হারতে হয় লাল-সবুজ জার্সিধারীদের। এখন তিন জয়ে বাংলাদেশ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে। বাংলাদেশের ওপরে আছে মালয়েশিয়া ও পাকিস্তান। আগামীকাল মঙ্গলবার শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ বিশ্ব হকির পরাশক্তি পাকিস্তান। প্রবল প্রতিপক্ষ পাকিদের বিপক্ষে অবশ্য ভাল খেলার ভাবনায় আছেন বাংলাদেশের খেলোয়াড়রা। জেতার নিশ্চয়তা দেয়ার প্রশ্নই ওঠে না। সঙ্গত কারণে সুবিন্যস্ত প্রতিপক্ষ পাকিস্তানের বিপক্ষে যথাসম্ভব লড়াই করতে প্রস্তুত বাংলাদেশ। এরপর অনুষ্ঠিত হবে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ। এই ম্যাচের সম্ভাব্য প্রতিপক্ষ জাপান। থাইল্যান্ডের বিরুদ্ধে ৩-১ গোলে জিতলেও বেশ কাঠখড় পোড়াতে হয়েছে গোবীনাথনের শিষ্যদের। প্রথম দুই কোয়ার্টার বাংলাদেশকে আটকিয়ে রেখেছিল আগের ৩ ম্যাচে ২২ গোল খাওয়া থাইল্যান্ড। আশরাফুল ইসলামের পেনাল্টি কর্নার থেকে করা গোলে বাংলাদেশ এগিয়ে যায় ৩৫ মিনিটে। ৪১ মিনিটে আশরাফুল পেনাল্টি কর্নার থেকে দ্বিতীয় গোল করলে বাংলাদেশ ব্যবধান ২-০ করে। থাইল্যান্ড ব্যবধান কমায় ৪৭ মিনিটে। এটিই টুর্নামেন্টে থাইল্যান্ডের প্রথম ও একমাত্র গোল। ৫৫ মিনিটে মিলন হোসেন ফিল্ড গোল করলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল। চার ম্যাচের মধ্যে তিন জয়ে বেশ প্রাণবন্ত লাল-সবুজ জার্সিধারীরা। আত্মবিশ্বাসটাও অনেক বেড়ে গেছে। ফলে পাকিস্তানকে গ্রুপের শেষ ম্যাচে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়ার চেষ্টা থাকবে। হারলেও সেটা যেন কম ব্যবধানে হয়, সেই চেষ্টার পাশাপাশি ড্র’র জন্য একটা লক্ষ্য বা পরিকল্পনা স্থির করে রেখেছেন কোচ গোবীনাথান। এখন ভাগ্যে কি আছে সেটাই দেখার। তবে পাকিদের সহজে ছাড় দিতে নারাজ বাংলাদেশ।
×