ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্প্যানিশ লা লিগা, গ্রিজম্যানের গোলে এ্যাটলেটিকোর প্রথম জয়, বার্সাতেই থাকছেন রাকিটিচ, রিয়াল ভায়াডোলিড ০-১ বার্সিলোনা, এ্যাটলেটিকো মাদ্রিদ ১-০ রায়ো ভায়েকানো

সৌভাগ্যের জয়ে শীর্ষে বার্সিলোনা

প্রকাশিত: ০৫:৪১, ২৭ আগস্ট ২০১৮

সৌভাগ্যের জয়ে শীর্ষে বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ সৌভাগ্যের জয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে বার্সিলোনা। শনিবার রাতে এ্যাওয়ে ম্যাচে রিয়াল ভায়াডোলিডকে ১-০ গোলে হারিয়েছে কাতালানরা। ম্যাচের শেষ মিনিটে প্রতিপক্ষের গোল বাতিল না হলে ধাক্কা খেয়েই মাঠ ছাড়তে হতো মেসি, সুয়ারেজদের। কিন্তু সেটা হয়নি ভিডিও এ্যাসিস্ট্যান্ট রেফারির বদৌলতে। একই রাতে আরেক ম্যাচে এবারের লীগে প্রথম জয়ের দেখা পেয়েছে এ্যাটলেটিকো মাদ্রিদ। নিজেদের মাঠে বিশ্বকাপ জয়ী ফরাসী তারকা এ্যান্টোনিও গ্রিজম্যানের গোলে রায়ো ভায়েকানোকে ১-০ গোলে হারিয়েছে এ্যাটলেটিকো। বর্তমানে দু’টি করে ম্যাচ শেষে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সিলোনা। ৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই ও তিনে রিয়াল সোসিয়েদাদ ও এ্যাটলেটিকো মাদ্রিদ। গত রাতে রিয়াল মাদ্রিদ জয় পেলে তাদেরও সুযোগ থাকবে এক কিংবা দুইয়ে উঠে আসার। কোনরকমে জয় পেলেও ভায়াডোলিডের কাছে বার্সা হার কিংবা ড্রয়ের স্বাদ পেলেও অবাক হওয়ার কিছু থাকত না। ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের বেশ কয়েকবার বাঁচিয়েছেন গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন। ভায়াডোলিডের বেশ কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ প্রতিহত করে দেন জার্মান এই গোলরক্ষক। ম্যাচের সপ্তম মিনিটেই ইনেস উনালের বাঁ পায়ের জোরালো শট লাফিয়ে এক হাতে বাইরে পাঠিয়ে দেন টের স্টেগেন। ১৪ মিনিটে রুবেন আলকারেজকেও একইভাবে হতাশ করেন বার্সা গোলরক্ষক। এই দু’টি আক্রমণ থেকেই গোল পেতে পারতো এবার লা লিগায় প্রমোশন পাওয়া দলটি। আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে বার্সাও আক্রমণ শাণিয়েছে। তবে প্রথমার্ধে তাদের কোন প্রচেষ্টাই সফল হয়নি। বিরতির পর ৫৭ মিনিটে বিশ্বকাপ জয়ী ফরাসী ফরোয়ার্ড উসমান ডেম্বেলের গোলে জয় নিশ্চিত হয় আর্নেস্টো ভালভার্ডের দলের। সার্জিও রবার্টোর কাছ থেকে বল পেয়ে আলতো ছোঁয়ায় জাল খুঁজে পান তিনি। ম্যাচের ৮৩ মিনিটে লিওনেল মেসির পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেছিলেন লুইস সুয়ারেজ। তবে অফ সাইডের কারণে বাতিল হয়ে যায় গোলটি। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে এসে গোল পরিশোধ করে ভায়াডোলিড। তবে কেকো বল জালে জড়ালেও ভিএআর দেখে অফসাইড ডেকে সেটি বাতিল করে দেন রেফারি। অফসাইডের জন্য রেফারির কাছে আবেদন করেন বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে। পিকের আবেদন রেফারি পর্যবেক্ষণ শুরু করলেও জার্সি খুলে গ্যালারিতে উন্মত্ত নাচে মেতে ওঠেন কেকো। কিন্তু দুর্ভাগ্য তার, কিছুক্ষণ পরই গোলটি বাতিল করেন রেফারি। যে কারণে রেলিগেশনের খাঁড়া কাটিয়ে এবার লা লিগায় উঠে আসা দলটির লীগের শুরুতেই বড় অঘটন ঘটানো হয়নি। লীগের প্রথম ম্যাচে একাই দলকে জয় উপহার দিয়েছিলেন মেসি। কিন্তু এই ম্যাচে বার্সা অধিনায়ককে তেমন স্বাচ্ছন্দ্য দেখা যায়নি। এদিকে বার্সিলোনা ছেড়ে ইভান রাকিটিচের পিএসজিতে যাওয়ার গুঞ্জন নাকচ করে দিয়েছেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। ম্যাচটির পর তিনি এ নিয়ে কথা বলেন। সংবাদ মাধ্যমে খবর রটে, ৯ কোটি ইউরো ট্রান্সফার ফিয়ে পিএসজিতে যোগ দিতে পারেন রাকিটিচ। গত সপ্তাহে স্প্যানিশ সংবাদ মাধ্যমে সবচেয়ে বেশি আলোচনায় ছিল রাকিটিচের দল-বদল প্রসঙ্গ। তাদের দাবি ছিল, পিএসজিতে যোগ দিতে আগ্রহী ৩০ বছর বয়সী এই খেলোয়াড়। কিন্তু লা লিগায় দ্বিতীয় জয়ের পর রাকিটিচ বলেন, অনেক কথা হয়েছে। কিন্তু এটা শেষ হয়েছে। অনেক বেশি উদ্দীপনা নিয়ে আমি এখানে থাকব। তিনি আরও বলেন, সত্যি বলতে, এই সম্মান রক্ষার চেয়ে ভাল কিছুই নেই। আমি আমার সেরাটা দিব এবং এটাই শেষ কথা। কিছু দিন চাপের মধ্যে কেটেছে। কিন্তু আমি বুঝতে পেরেছি যে বার্সিলোনায় থাকা আর সবকিছুর জন্য লড়াই করাটাই সবচেয়ে সুন্দর। আমি খুশি ও গর্বিত। তারকা এই মিডফিল্ডার বলেন, আমি ও আমার পরিবার বার্সিলোনাতে খুব সুখে আছি। ভবিষ্যত নিয়ে আমার কোন সন্দেহ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমি থাকতে চাই। বার্সিলোনায় আমার যা আছে তা আমাকে অন্য কোন ক্লাবই দিতে পারত না।
×