ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঐক্যবদ্ধ ইউরোপের পক্ষে তৎপরতা চালিয়ে যাবেন ম্যাক্রোঁ

প্রকাশিত: ০৫:৩২, ২৭ আগস্ট ২০১৮

ঐক্যবদ্ধ ইউরোপের পক্ষে তৎপরতা চালিয়ে যাবেন ম্যাক্রোঁ

ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাত্র ৯ মাস পর ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বিশ্বব্যাপী জাতীয়তাবাদী ঢেউয়ের বিরুদ্ধে আরও সংহত এক ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জন্য সোমবার তার আহ্বান পুনর্ব্যক্ত করবেন। খবর এএফপির। ফরাসী প্রেসিডেন্ট গত বছর তার নির্বাচনে ইইউয়ের রক্ষক হিসেবে অভিনন্দিত হয়ে বুঝতে পারেন যে, তার উচ্চাভিলাষী পরিকল্পনা ২৮ সদস্য রাষ্ট্রের স্বার্থের সঙ্গে একাকার হয়ে গেছে। ব্রেক্সিট ও সংস্থাভুক্ত দেশগুলোতে অভিবাসী বিষয়ে বর্তমান লড়াইয়ের মতো এক চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে বিষয়টি। ম্যাক্রোঁ সোমবার প্যারিসে রাষ্ট্রদূতদের উদ্দেশে এক ভাষণে তার স্বাক্ষর করা কয়েকটি প্রকল্পের ওপর গুরুত্বারোপ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে একক ইউরোজোন বাজেট। একটি ইউরোপীয় প্রতিরক্ষা বাহিনী, বৃহৎ প্রযুক্তিতে করারোপ ও অভিবাসী বিষয়ে অভিন্ন নীতি। কিন্তু তার প্রধান পরিকল্পনাগুলোর মধ্যে কয়েকটির সঙ্গে পূর্ব ইউরোপীয় দেশগুলোর ও ইতালির জনসমর্থিত নতুন সরকারগুলোর সংঘাত লক্ষ্য করা যায়। এলিসি প্যালেসের উপদেষ্টারা বলেছেন, বিশ্বে জাতীয়তাবাদী ও বহু জাতীয়তাবাদী সঙ্কট মাথাচাড়া দিয়ে ওঠায় গত বছর থেকে বিশ্বে প্রভূত পরিবর্তনের সূচনা হয়েছে। এ ঘটনাগুলোর সঙ্গে খাপ খাইয়ে চলার উদ্দেশ্যে আমাদের অবশ্যই আরও সক্রিয় হতে হবে। ইতালির উপ-প্রধানমন্ত্রী লুইজি ডি মাইয়ো শুক্রবার বলেছেন যে, তার দেশ শরণার্থীদের আশ্রয় প্রশ্নে ইইউকে চাঁদা দেয়া বন্ধ করে দিতে প্রস্তুত রয়েছে। জার্মানির চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেলও রাজনৈতিক সঙ্কটের কারণে দুর্বল হয়ে পড়েছেন। তাই প্যারিস এখন চাইছে সহযোগীদের নিয়ে একটি প্রগতিশীল বৃত্ত গড়ে তুলতে। ম্যাক্রোঁ তার পরিকল্পনার প্রতি সমর্থন আদায়ের লক্ষ্যে মঙ্গলবার ইউরোপীয় দেশগুলোতে সফর শুরু করবেন।
×