ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রিয় ঘোড়ার জন্য...

প্রকাশিত: ০৫:২৬, ২৭ আগস্ট ২০১৮

 প্রিয় ঘোড়ার জন্য...

ট্রেনে চলাচলের সময় সহযাত্রীদের নিয়ে অনেকেরই অনেক সমস্যা থাকে। কিন্তু সহযাত্রী যদি হয় একটি ঘোড়া ? সম্প্রতি অস্ট্রিয়ায় এক ব্যক্তি তার প্রিয় ঘোড়াকে নিয়ে ট্রেনে সওয়ার হওয়ার চেষ্টা চালায়। বিষয়টি মানতে পারেননি সহযাত্রীরা। খবরে বলা হয়েছে, একজন অস্ট্রিয়ান ভদ্রলোক তার প্রিয় ঘোড়া ফ্রিডাকে নিয়ে ট্রেনে চাপতে যাচ্ছিলেন। পরপর দু’টো ট্রেনে উঠতে বাধা পান তিনি। কারণ কিছুতেই ঘোড়া নিয়ে ট্রেনে উঠতে দিতে রাজি হননি ট্রেনের লোকজন। অগত্যা স্টেশনের মাঝে ফ্রিডাকে নিয়ে দাঁড়িয়ে থাকেন। আশপাশের সব যাত্রীরাই তাঁকে নিয়ে হাসাহাসিও করছে। ট্রেনেরে মুখপাত্র জুলিয়ান পামির বলেন, ট্রেনে ঘোড়া নিয়ে যাওয়া তো সাংঘাতিক হতে পারে। যদি হঠাৎ করে ট্রেন ব্রেক কষে তাহলে বিপদ হবে। অস্ট্রিয়ান নিউজ এজেন্সি এপিএ জানিয়েছে, ট্রেনের নির্দেশাবলীতে রয়েছে যে, ছোট, ক্ষতিকারক নয় এমন প্রাণী বন্ধ এবং সুরক্ষিত খাঁচায় থাকা অবস্থায় ট্রেনে সঙ্গে করে নিয়ে যাওয়া যেতে পারে। কুকুর সঙ্গে থাকলে তাঁকেও চেন দিয়ে বেঁধে তবেই ট্রেনে নিয়ে যাওয়া যাবে। অবশেষে প্রিয় ঘোড়াকে নিয়ে বাসায় ফেরেন ও ব্যক্তি। দ্য মেট্রো অবলম্বনে।
×