ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়কে মৃত্যুর মিছিল বন্ধে ১০ সদস্যের তদন্ত কমিটি ॥ কাদের

প্রকাশিত: ০৫:২৩, ২৭ আগস্ট ২০১৮

 সড়কে মৃত্যুর মিছিল বন্ধে  ১০ সদস্যের  তদন্ত কমিটি ॥ কাদের

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৬ আগস্ট ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং মানুষের মৃত্যুর মিছিল বন্ধ করার জন্য ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে সড়ক বিশেষজ্ঞদের পরামর্শ এবং তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর বাস্তব সম্মত ব্যবস্থা গ্রহণ করা হবে। রবিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল থানাধীন হেমায়েতপুরে এক কোটি টাকা ব্যয়ে ৬শ’ মিটারের মধ্যে ৬০টি স্ট্রিট লাইট স্থাপন করে ইন্টারসেকশন আলোকিতকরণের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দুটি গাড়ির মধ্যে ওভারটেকিং প্রতিযোগিতা থেকে দুর্ঘটনা ঘটে উল্লেখ করে তিনি বলেন, মোটরসাইকেল কিংবা ছোট যানবাহনের সঙ্গে বড় গাড়ির ধাক্কা লাগলেই আরোহীরা মারা যায়। মহাসড়কে ছোট যান নিষিদ্ধ করা হলেও ঈদের সময় ফাঁক-ফোকর দিয়ে তারা বাড়তি সুবিধা নেয়।
×