ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আজ থেকে ফের শুরু আসামি পক্ষের যুক্তিতর্ক

প্রকাশিত: ০৫:২৩, ২৭ আগস্ট ২০১৮

 আজ থেকে ফের শুরু আসামি পক্ষের যুক্তিতর্ক

স্টাফ রিপোর্টার ॥ আজ সোমবার থেকে ফের শুরু হচ্ছে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন। আজ অন্যতম আসামি বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। চলবে মঙ্গল ও বুধবার। লুৎফুজ্জামান বাবরের পক্ষে ষষ্ঠ দিনের মতো যুক্তিতর্ক পেশ করবেন তার আইনজীবী নজরুল ইসলাম। এ আসামির যুক্তিতর্ক পেশ শেষ হলে আসামিপক্ষে যুক্তিতর্ক পেশ সমাপ্ত হবে। আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে রাষ্ট্রপক্ষ আইনী পয়েন্টে বক্তব্য পেশ করবে। এর পর রায় ঘোষণার জন্য আদালত দিন নির্ধারণ করবে। রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার-১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে একুশে আগস্টের ঘটনায় আনা পৃথক মামলায় একই সঙ্গে বিচার চলছে। এদিকে রাষ্ট্রপক্ষের চীফ প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান জনকণ্ঠকে বলেন, আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে রাষ্ট্রপক্ষ আইনী পয়েন্টে বক্তব্য পেশ করবে। আইন অনুযায়ী আসামিদের সর্বোচ্চ সাজা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
×