ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খুলনায় উপনির্বাচন

আওয়ামী লীগ প্রার্থী সালাম মুর্শেদীর মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত: ০৪:২৬, ২৭ আগস্ট ২০১৮

 আওয়ামী লীগ প্রার্থী সালাম মুর্শেদীর মনোনয়নপত্র  দাখিল

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ জাতীয় সংসদের খুলনা-৪ (রূপসা, তেরখাদা, দিঘলিয়া) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিশিষ্ট শিল্পপতি ও সাবেক কৃতি ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও খুলনা-৪ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ ইউনুচ আলীর কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এই আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে আসনটি শূন্য হয়। এ আসনে আরও দুইজন মনোনয়নপত্র সংগ্রহ করলেও তারা নির্ধারিত সময়ে (রবিবার বিকেল ৫টা) মনোনয়নপত্র জমা দেননি। তারা হলেন জাতীয় পার্টির এস এম আনিসুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মেজর (অব) ডাঃ শেখ হাবিবুর রহমান। উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালাম মুর্শেদীর সঙ্গে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটির নব-নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সোহেল, সাবেক এমপি মোল্লা জালাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা কাজী আমিনুল হক, কামরুজ্জামান জামাল, আক্তারুজ্জমান বাবু, হুমায়ূন কবীর ববি, শেখ আলী আকবর, মুন্সী মোঃ মাহবুব আলম সোহাগসহ নেতা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
×